Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রেসক্লাবে ড. কামাল হোসেন সংবাদ সম্মেলন আজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৪ AM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩২ AM

bdmorning Image Preview


বর্তমানে দেশের পরিস্থিতি বিবেচনায় জাতীয় ঐক্য গড়ে তোলার বিষয়ে কথা বলতে বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সংবাদ সম্মেলন আহ্বান করেছেন।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিভিআইপি লাউঞ্জে বেলা ১১টায় এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংসদ নির্বাচন, সোহরাওয়ার্দী উদ্যানে ডাকা আগামী ২২ সেপ্টেম্বরের নাগরিক সমাবেশ, জাতীয় ঐক্য গড়ে তোলার উদ্যোগসহ নানা ইস্যুতে সংবাদ সম্মেলনে কথা বলবেন তিনি। গণফোরাম এবং ঐক্য প্রক্রিয়ার শীর্ষ নেতারা এ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত আগামী ২২ সেপ্টেম্বর সমাবেশ করার অনুমতি চেয়ে এখনও পাননি তিনি।

প্রায় এক মাস আগে নাগরিক ঐক্যের ব্যানারে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেন তিনি। এ জন্য অনুমতি চেয়ে ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে। কিন্তু এখন পর্যন্ত অনুমতি পাননি তিনি। এ অবস্থায় বিকল্প হিসেবে ঐক্য প্রক্রিয়ার পক্ষ থেকে একই দিন বেলা ৩টায় গুলিস্তানে অবস্থিত মহানগর নাট্যমঞ্চে নাগরিক সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।

ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ.ব.ম মোস্তফা আমিন ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়রের কাছে আবেদনটি করেন।

এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে শান্তিপূর্ণ একটি সমাবেশ করতে চাই। কিন্তু এখনও অনুমতি মেলেনি। এ অবস্থায় বিকল্প হিসেবে মহানগর নাট্যমঞ্চেও সমাবেশ করার জন্য আবেদন করেছি। আশা করি সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের সমাবেশ করতে দেয়া হবে। সরকার সেটা না চাইলে মহানগর নাট্যমঞ্চে করতে দিক। কোথাও না কোথাও তো আমাদের সমাবেশ করার অনুমতি দিতে হবে।

 

Bootstrap Image Preview