Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চলচ্চিত্রে এরদোগান ও তার পরিবারের হত্যার দৃশ্য, নির্মাতার ৬ বছরের জেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৮ PM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০১:০৮ PM

bdmorning Image Preview


তুরস্কে ২০১৬ সালের ব্যর্থ সেনা অভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্রে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানকে হত্যা করার দৃশ্য দেখানোর অপরাধে পরিচালক আলি আভজুকে ৬ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার তার বিরুদ্ধে এ রায় ঘোষণা করা হয়। এছাড়া সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার অভিযোগে তাকে আলাদা সাজা দেয়া হয়েছে।

শুক্রবার তার বিরুদ্ধে এ রায় ঘোষণা করা হয়। এছাড়া সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার অভিযোগে তাকে আলাদা সাজা দেয়া হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট চলচ্চিত্র নির্মাতা গত বছর ‘অ্যাওয়াকেনিং’ নামের চলচ্চিত্রটির ট্রেলার প্রকাশ করেছিলেন। সেখানেই হত্যার দৃশ্য ছিল। তারপরই তাকে গ্রেফতার করা হয়।

তুরস্কের অভ্যুত্থান চেষ্টা নিয়ে ছবি নির্মাণ করেছেন পরিচালক আলি আভজু। সেখানে দেখানো হয়, চারদিকে লাশ আর লাশ। রক্তের ছড়াছড়ির মধ্যে হাঁটু গেড়ে বসে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। তার মাথার পেছন দিকে বন্দুক ঠেকিয়ে রেখেছে এক সেনা। হঠাৎ গুলির শব্দ। মাটিতে লুটিয়ে পড়লেন এরদোগান।এই দৃশ্য দেখানোর অপরাধে তাকে ৬ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। 

২০১৬ সালে ব্যর্থ সেনা অভ্যুত্থানের ওপর নির্মিত চলচ্চিত্রের ট্রেইলারটিতে দেখানো হয়েছিল চারপাশে নিহত মানুষের লাশ, যাদের মধ্যে আছেন এরদোগানের পরিবারের সদস্যরা।

এর মধ্যে রয়েছেন মেয়ের জামাই ও অর্থমন্ত্রী বেরাত আলবায়রাক। তাদের গুলি করে মেরে ফেলা হয়েছে। আর প্রেসিডেন্ট এরদোগানের মাথায় পিস্তল ঠেকিয়ে রয়েছেন এক সেনা কর্মকর্তা।

এ সময় এরদোগানের চরিত্রে অভিনয়কারী ব্যক্তিকে দোয়া-দরুদ পড়া অবস্থায় দেখানো হয়। ট্রেইলারটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তা প্রবল সমালোচনার জন্ম দেয়।

Bootstrap Image Preview