Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে ফতোয়াবাজ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৫ AM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৫ AM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলায় ৩ পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ফতোয়াবাজ স্কুল শিক্ষক আমিনুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।

সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা এ সংক্রান্ত একটি পত্র অভিযুক্ত শিক্ষককে প্রদান করেছেন।  

আমিনুল ইসলাম উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি বগা মানিকপোটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও রঘুনাথপুর গ্রামের সমাজপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রঘুনাথপুর গ্রামের রুস্তম আলীর ছেলে আবু হানিফ, আবু বক্কার ও আবুল কালাম। এর মধ্যে আবু হানিফের বিরুদ্ধে এক হিন্দু নারীকে বিয়ে করার গুজব ছড়িয়ে পড়ে। এতে রঘুনাথপুর গ্রামের সমাজপতি আমিনুল ইসলাম মাস্টার ১৫ মাস আগে আবু হানিফ ও তার দুই ভাইকে সমাজচ্যুত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রঘুনাথপুর গ্রামবাসীসহ স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ২৭ আগস্ট তার কার্যালয়ে ডেকে আনেন। সেই বৈঠকে ফতোয়াবাজ স্কুল শিক্ষক ও গ্রামের অন্যান্য মাতব্বরগণ ভুল স্বীকার করে গ্রামবাসীর নিকট ক্ষমা প্রার্থনা করে সমাজচ্যুত তিন পরিবারকে সমাজে ফিরে নেন।

এদিকে ঘটনাটি তদন্ত সাপেক্ষে ফতোয়াবাজ স্কুল শিক্ষক আমিনুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন ইউএনও।

ঘটনাটি তদন্ত করে সত্যতার প্রমাণ পাওয়ায় ২৭ আগস্ট উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান ফতোয়াবাজ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর সুপারিশসহ জেলা শিক্ষা কর্মকর্তার নিকট প্রতিবেদন দাখিল করেন। 

এ বিষয়ে ফতোয়াবাজ স্কুল শিক্ষক আমিনুল ইসলাম বলেন, ভুল বুঝতে পেরে বৈঠকে গ্রামবাসীর নিকট ক্ষমা চেয়ে সমাজচ্যুত ৩ পরিবারের সাথে বিষয়টি সমঝোতা করে নিয়েছি। তারপরও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। এ সংক্রান্ত একটি পত্র হাতে পেয়েছি। এ বিষয়টি আইনিভাবে মোকাবেলা করা হবে।  

ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) কামরুল হাসান বলেন, বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা একেএম আমিরুল ইসলাম অভিযুক্ত স্কুল শিক্ষক আমিনুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করেছেন।

একই সাথে কেন তাকে (শিক্ষক) চাকরি হতে বরখাস্ত করা হবে না এই মর্মে ১০ দিন কার্যদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা স্বাক্ষরিত বিভাগীয় মামলার কাগজপত্র অভিযুক্ত শিক্ষকের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।

Bootstrap Image Preview