Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আফগানিস্তানে পুলিশ-তালেবান সংঘর্ষে নিহত ২৩, আহত ২০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০৫ AM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০৭ AM

bdmorning Image Preview


আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের দাশ-ই-আরচি জেলায় একটি নিরাপত্তা চৌকিতে তালেবানের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৩ পুলিশ সদস্য এবং ১০ তালেবান জঙ্গি নিহত হয়েছেন। এ ঘটনায় ২০ জনের বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

দাশ-ই-আরচি জেলা প্রধান নাসরুদ্দিন নাজারি সাহাদি বলেন, সোমবার সকালে দাশ-ই-আরচি জেলার একটি সরকারি অফিস ও স্থানীয় বাজারের পাশে অবস্থিত নিরাপত্তাচৌকিতে বন্দুক ও রকেট চালিত গ্রেনেড দিয়ে হামলা চালায় তালেবান।

এ সময় তালেবান জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৩ পুলিশ সদস্য ও ১০ তালেবান জঙ্গি নিহত এবং ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।

উল্লেখ্য,গতকাল তালেবান বিরোধী এক নেতার জানাজায় বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হন। এছাড়া গত সপ্তাহে বিভিন্ন স্থানে তালেবানের হামলায় ২০ আফগান সেনা নিহত হন।

Bootstrap Image Preview