Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন

আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১৭ AM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১৭ AM

bdmorning Image Preview


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্য খাদ্যশস্য বিতরণ ও উদ্বোধন করা হয়।

সোমবার (১০ সেপ্টেম্বর) এই কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

বর্তমান সরকার এদেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, সাধারণ মানুষের মাঝে নামমাত্র মূল্যে চাল বিতরণ সরকারের অন্যতম পদক্ষেপ। এই পদক্ষেপের মাধ্যমে হতদরিদ্র মানুষ ১০ টাকা মূল্যে চাউল পাবে।

খাদ্য বান্ধব কর্মসূচীর উদ্বোধনকালে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হারুনুর রশীদ ফরাজী, উপজেলা খাদ্য কর্মকর্তা রূপম চাকমা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন লিটন ও ডিলার মো. কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা খাদ্য কর্মকর্তা রূপম চাকমা বলেন, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় চলতি বছর মাটিরাঙ্গা সাত ইউনিয়নে আটজন নির্ধারিত ডিলারের মাধ্যমে ২ হাজার ৫শ ৫০জন হতদরিদ্র মানুষের মাঝে ১০টাকা কেজি দরে প্রতিমাসে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে।

Bootstrap Image Preview