Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাজার: পেঁয়াজের দাম কমেছে, সবজির বাজার স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০২:০৭ PM
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০২:১৩ PM

bdmorning Image Preview


রাজধানীর বাজারে ঈদুল আজহার বেশ কয়েকদিন আগে পেঁয়াজের সরবরাহ হঠাৎ করেই বৃদ্ধি পায়। এর ফলে অন্যসব পণ্যগুলোর দাম যখন বৃদ্ধি পাচ্ছিল তখন কমে যায় পেঁয়াজের দাম। আমদানিকৃত পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা পর্যন্ত কমেছে।

গত শুক্রবার ও শনিবার রাজধানীর বেশ কয়েকটি বড়-বড় বাজারে খোঁজ নিয়ে জানা যায় পেঁয়াজের দাম কমে গেছে।

অন্যদিকে, বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদর নিয়ে করা প্রতিবেদনেও পেঁয়াজের দাম কমার তথ্য পাওয়া যায়।

গত সপ্তাহে খুচরা বাজারে বিভিন্ন ধরনের আমদানিকৃত পেঁয়াজের দাম কেজিতে ছিল ৩০ থেকে ৩৫ টাকা। দেশি পেঁয়াজ ছিল কেজিতে ৫০ থেকে ৬০ টাকা।

তবে পেঁয়াজের দাম কমলেও বেড়েছে বেশ কয়েকটি মশলা জাতীয় পণ্যের দাম। বাজার ঘুরে দেখা যায়- আমদানিকৃত চীনা আদার দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। এ ছাড়া বর্তমানে দেশি নতুন আদা ১০০ টাকা, পুরনো দেশি আদা ১৫০ টাকা, চীনা আদা ১৩০ টাকা, ভারতীয় আদা ১১০ টাকায় বিক্রি হচ্ছে।

বেশ কয়েকজন বিক্রেতার সাথে কথা বলে জানা যায়, কোরবানি ঈদ শেষ হলেও বেশ কিছু মশলা জাতীয় পণ্যের চাহিদা এখনও বেশি। এ কারণে আদার দাম বেড়েছে।

অন্যদিকে, সবজির দাম একই রয়েছে। বেগুন ৪০ থেকে ৫০ টাকা, আলু ২৫ টাকা, শিম ১০০ টাকা, পেঁপে ২৫ থেকে ৩০ টাকা, পটল-চিচিঙ্গা ৪০ থেকে ৪৫ টাকা,ঝিঙা ৪০ টাকা, ঢেঁড়স ৩৫ থেকে ৪০ টাকা, কাকরল ৫০ টাকা, টমেটো ৭০ থেকে ৮০ টাকা, কচুর লতি ৩৫ থেকে ৪০ টাকা, বরবটি ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে এসব পণ্যের দাম স্থিতিশীল থাকলেও কমেছে কাঁচা মরিচের দাম। কেজিপ্রতি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। গত সপ্তাহের চেয়ে কেজিতে ২০ টাকা কম।

মাছের বাজার ঘুরে দেখা যায়- খুচরা বাজারে বিভিন্ন ধরনের মাছের দামও একই রয়েছে। চিংড়ি ৫০০ থেকে ৮০০ টাকা, তেলাপিয়া ১৪০ থেকে ১৬০ টাকা, পাবদা ৪৫০ থেকে ৬০০ টাকা, পুকুরে চাষ করা পাঙ্গাস ১৪০ থেকে ১৭০ টাকা, ট্যাংরা ৪০০ থেকে ৬০০ টাকা, কৈ ১৫০ থেকে ২’শ টাকা, শিং ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, ঈদের সময় বা তার কয়েকদিনের মধ্যে ব্রয়লার মুরগীর দাম কম ছিল। যা এখন আবার বাড়ছে। কেজিতে ৫ টাকা বেড়ে প্রতি কেজি ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকা, খাসীর মাংস ৭০০ থেকে ৭৫০ টাকা, গরুর মাংস ৪৮০ থেকে ৫০০ টাকা।

Bootstrap Image Preview