Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভূবিজ্ঞান ও পরিবেশ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪৯ PM
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫২ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ভূবিজ্ঞান ও পরিবেশ’ শীর্ষক দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

গতকাল শনিবার হায়ার এডুকেশন কোয়ালিটি এনহান্সমেন্ট প্রজেক্টের (হেকেপ) সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে পরিবেশ ও ভূবিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ভূবিজ্ঞানীদের কাজ করতে হবে। সম্প্রতি বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। জনসংখ্যা দ্রুত বাড়ার কারণে নতুন নতুন চ্যালেঞ্জ সামনে আসছে। পৃথিবীকে এসব সমস্যা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাতে ভূবিজ্ঞানী ও পরিবেশবিদদের কাজ করতে হবে।’

Bootstrap Image Preview