Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নদী হত্যা মামলার সহযোগী আসামী গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৮ PM
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৮ PM

bdmorning Image Preview


আনন্দ টিভির নিহত নারী সাংবাদিক সুবর্ণা নদী হত্যাকাণ্ডের প্রধান আসামী তার সাবেক স্বামীর সন্দেহভাজন সহযোগী মিলনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার(৮ই সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা থেকে  তাকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃত মিলন নদী হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি ও নদীর সাবেক স্বামী রাজিবের সহযোগী।

অধিনায়ক উইং কমান্ডার আব্দুল আহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে, র‌্যাব-১২ এর সদস্যরা শনিবার রাত ১০টার দিকে পুরান ঢাকার আরমানিটোলা থেকে মিলনকে গ্রেফতার করেন।
উল্লেখ্য, সুবর্ণা নদী আনন্দ টিভির পাশাপাশি নিজে জাগ্রত বাংলা নামের একটি অনলাইন নিউজ পোর্টাল চালাতেন।

গত মঙ্গলবার অফিস থেকে আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে বাসায় ফিরছিলেন তিনি। ফেরার পথে চারপাঁচজন- দুর্বৃত্তের একটি দল তার পিছু নেয় এবং বাসার গেটের সামনে নদীকে কুপিয়ে হত্যা করে।

Bootstrap Image Preview