Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তাদের সন্তান হবে তৃতীয় কোন দেশের নাগরিক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০২:০৭ PM
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০২:০৭ PM

bdmorning Image Preview


তারকা খেলোয়াড় দম্পতি শোয়েব মালিক ও সানিয়া মির্জা। শোয়েব পাকিস্তানি ও সানিয়া ভারতীয় হওয়ায় বিয়ের পর বেশ ভোগান্তিতে পড়েছিলেন তারা। ভারতীয় মৌলবাদীদের রোষানল থেকেও রেহাই পাননি।

আগামী অক্টোবরেই প্রথম সন্তানের জন্ম দিবেন সানিয়া মির্জা। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে দল থেকে অনুমতি নিয়েছেন শোয়েব। যেহেতু এই দম্পতির দুজন দুই দেশের নাগরিক, তাহলে তাদের সন্তান কোন দেশের নাগরিক হবে?

এমন বিস্ময়কর প্রশ্নের জবাব দিয়েছেন শোয়েব মালিক নিজেই। তিনি বলেন, আমার সন্তানকে পাকিস্তান কিংবা ভারত কোন দেশেরই নাগরিক বানাতে চাই না। আমার সন্তান হবে তৃতীয় কোন দেশের নাগরিক।

উল্লেখ্য, সানিয়ার পরিবারের পদবী মির্জা হওয়ায় তিনি চান তার সন্তানের নামের শেষে মির্জা পদবী থাকবে। সানিয়া ও শোয়েব সিদ্ধান্ত নিয়েছেন তাদের সন্তানের পদবী হবে মির্জা-মালিক।

Bootstrap Image Preview