Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আইআইইউসিতে ' ক্যারিয়ার ইন শিপিং এন্ড লজিস্টিক' বিষয়ক কর্মশালা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫৩ AM
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫৯ AM

bdmorning Image Preview


আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ব্যবসায় অনুষদের অন্তর্গত "আইআইইউসি ক্লাব অব সাপ্লাই চেইন" এর তত্ত্বাবধায়নে "ক্যারিয়ার ইন শিপিং এন্ড লজিস্টিক" নামে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কর্মশালায়  ক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যবসায় অনুষদ প্রধান ও অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের চেয়ারম্যান ড. মোঃ মাশরুরুল মওলা এবং প্রধান বক্তা ছিলেন মায়ের্সক বাংলাদেশ লিঃ এর ইমপোর্ট কাস্টমার সার্ভিস ম্যানেজার মাশফিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ শাহনুর আজাদ চৌধুরী ও এ. এম. শাহাবুদ্দীন৷

অনুষ্ঠানে সাপ্লাই চেইন বিভাগের ছাত্রদের শিপিং এবং লজিস্টিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সাপ্লাই চেইন বিভাগে তাদের ভবিষ্যত অগ্রগতি নিয়েও আলোচনা করেন প্রধান বক্তা মাশফিকুর রহমান।

উল্লেখ্য, আইআইইউসি ক্লাব অব সাপ্লাই চেইন শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের সাপ্লাই চেইনের ছাত্র-ছাত্রীদের চারিত্রিক ও ব্যবহারিক দিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।

Bootstrap Image Preview