Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভরা মৌসুমেও ‘ধরা-ছোঁয়ার’ বাইরে ইলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০১৮, ০৬:৪৬ PM
আপডেট: ১২ আগস্ট ২০১৮, ০৬:৪৬ PM

bdmorning Image Preview


রায়হান শোভন।।

ভরা মৌসুমেও বাজারে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে ইলিশ। বাজারের ইলিশের ভালো সরবারাহ থাকার পরও ব্যবসায়ীরা সরবারাহ কম থাকার অজুহাতে বাড়তি দামে বিক্রি করছে ইলিশ।

 

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা  গেছে, এক থেকে দেড় কেজি ওজনের প্রতি পিস ইলিশ বিক্রি হয়েছে দুই হাজার টাকায়। ৭০০-৯০০ গ্রাম ওজনের প্রতি জোড়া ইলিশের দাম হাকা হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা। আকারে কিছুটা ছোট ইলিশ প্রতি হালি বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা।

মোহাম্মদপুর টাউনহল বাজারের মৎস্য বিক্রেতা লাল মিয়া বিডিমর্নিংকে বলেন, ‘এখন বাজারে ইলিশের যে দাম হওয়ার কথা ছিল ২০০ টাকা সেটা এখন ৬০০-৭০০ টাকা। অনেক ক্রেতা দাম জিজ্ঞেস করেই চলে যাচ্ছেন।

দাম বেশি কেন জানতে চাইলে তিনি বলেন, বাজারে পর্যাপ্ত ইলিশ নেই। ভরা মৌসুম হওয়া সত্ত্বেও নদী ও সমুদ্রে সে হারে ইলিশ ধরা পড়ছে না। তাই মোকাম থেকে বেশি দাম দিয়ে এনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

সরেজমিনে ইলিশের সরবারাহ কম থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। রাজধানীর বাজারগুলোতে ইলিশের পর্যাপ্ত সরবরাহ রয়েছে।

সরবরাহ বেশি থাকার পরও দাম বেশি হওয়ায় হতাশা প্রকাশ করেছেন অনেক ক্রেতা। রাজধানীর রায়ের বাজারে বাজার করতে আসা ব্যবসায়ী শফিক বিডিমর্নিংকে বলেন, এখন হচ্ছে ইলিশের ভরা মৌসুম। বাজারে ইলিশের দাম থাকবে পানির মত। কিন্তু বাজারে এসে দেখি ইলিশের দাম আগুনের মত। দামের তোপে ইলিশের সামনেও যাওয়া যাচ্ছে না।

মোহাম্মদপুর টাউনহল বাজারে বাজার করতে আসা ফকরুল ইসলাম বিডিমর্নিংকে বলেন, বাজারে সব রকম নিত্যপণ্যের দামই বেশি। কিন্তু বছরের এ সময়টাতে ইলিশের দাম কিছুটা কম থাকে প্রতিবছরই। তবে এ বছর ইলিশের আকাশচুম্বী দামের কারণে অত বেশি ইলিশ কেনা যাচ্ছে না। যে টাকায় গত বছর কিনেছি দুটো ইলিশ সে টাকায় এ বছর কিনতে হচ্ছে একটি ইলিশ।

Bootstrap Image Preview