Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রশিদের বিশ্বরেকর্ড 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৫ AM
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৫ AM

bdmorning Image Preview


টেস্ট ক্রিকেটে বিশ্বের চতুর্থ খেলোয়াড় হিসেবে অধিনায়কত্ব করতে নেমে অভিষেক ম্যাচেই ব্যাট হাতে হাফ-সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেয়ার রেকর্ড গড়লেন আফগানিস্তানের রশিদ খান।

চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৬১ বলে ৫১ রান ও বল হাতে ৫৫ রানে ৫ উইকেট নিয়ে এই তালিকায় নাম তুলেন রশিদ। এই তালিকায় আগেই নাম তুলেছেন ইংল্যান্ডের ফ্রাঙ্ক স্ট্যানলি জ্যাকসন, পাকিস্তানের ইমরান খান ও বাংলাদেশের সাকিব আল হাসান।

১৯০৫ সালে নটিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে অধিনায়ক হিসেবে অভিষেক হয় জ্যাকসনের। অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে বল হাতে ৫২ রানে ৫ উইকেট ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৮২ রান করেন।

এরপর ১৯৮২ সালে বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ খেলতে নামেন ইমরান। প্রথম ইনিংসে ৫২ রানে ৭টি ও দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ৬৫ রান করেন ইমরান।

২০০৯ সালে বর্তমান ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ সফরে যায় বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচেই হাঁটুর ইনজুরিতে পড়েন মাশরাফি। ফলে ওই ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন সাকিব। তবে ওই সিরিজের দ্বিতীয় ম্যাচে পুর্নাঙ্গ অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেন তিনি। আর নিজের অভিষেক টেস্ট অধিনায়কত্বের ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৭০ রানে ৫ উইকেট ও ব্যাট হাতে অপরাজিত ৯৬ রান করেন সাকিব। 

Bootstrap Image Preview