Bootstrap Image Preview
ঢাকা, ২৭ সোমবার, মে ২০১৯ | ১৩ জ্যৈষ্ঠ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

জাতিসংঘের অনুরোধে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০১:০৫ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০১:০৫ PM

bdmorning Image Preview


২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। এ আগ্রাসনে ইহুদিবাদী ইসরাইলের পাশাপাশি পাশ্চাত্যের দেশগুলোও সমর্থন দিয়ে আসছে। তবে এবার জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মার্টিন গ্রিফিথসের অনুরোধে আগ্রাসী দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রেখেছে ইয়েমেনের জনপ্রিয় সংগঠন হুথি আনসারুল্লাহ। সোমবার এক বিবৃতিতে আনসারুল্লাহ এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘের বিশেষ প্রতিনিধির অনুরোধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রাখা হয়েছে। আগ্রাসী সৌদি নেতৃত্বাধীন জোট চাইলে আনসারুল্লাহ যুদ্ধবিরতির পরিধি বাড়াতে তৈরি আছে। এ পদক্ষেপের মাধ্যমে আনসারুল্লাহর শান্তিকামী অবস্থান তুলে ধরা হয়েছে। সদিচ্ছার প্রমাণ হিসেবে এ কাজ করা হয়েছে।

জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ প্রতিনিধি মার্টিন গ্রিফিথস সুইডেনে সংঘাত বন্ধের বিষয়ে সম্মেলন আয়োজনের চেষ্টা করছেন। সম্মেলন আয়োজনে সক্ষম হলে তাতে ইয়েমেনের বিবদমান সব পক্ষ অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানা গেছে।  

 

Bootstrap Image Preview