Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীতে জাতীয় পতাকা উত্তোলন না করা ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৬:২৫ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৬:২৫ PM

bdmorning Image Preview


নোয়াখালীতে জাতীয় পতাকা সঠিক নিয়মে উত্তোলন না করার দায়ে ১১ প্রতিষ্ঠানকে ৮ হাজার ৩০০টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলণ না করা, ছেঁড়া জাতীয় পতাকা উত্তোলন করাসঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা, বিজয় দিবসে জাতীয় পতাকা অর্ধ নমিত রাখার দায়ে ও গণ সচেতনতা সৃষ্টি কার্যক্রমের অংশ হিসেবে আজ সকাল সাতটা থেকে ১টা পর্যন্ত সোনাপুর জিরো পয়েন্ট থেকে শুরু করে জেলা শহর মাইজদী বাজার পর্যন্ত ১১ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

গণপ্রজান্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা বিধি অনুযায়ী বাংলাদেশ জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক আদেশ ১৯৭২ এবং গণপ্রজান্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ অনুযায়ী মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ্জামান খান আদালত পরিচালনা করেন।

এসময় আদালতকে সহযোগিতা করেন অধ্যক্ষ, ভুলুয়া ডিগ্রী কলেজ ও সিনিয়র জেলা তথ্য অফিসার নোয়াখালী  এবং আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন সুধারাম মডেল থানা পুলিশ।

 

 

Bootstrap Image Preview