Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

প্রেমিকা খুঁজতে ডেটিং সাইটে গেলেন বৃদ্ধ, অতঃপর সর্বনাশ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৬:০৭ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৬:০৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ইন্টারনেটের ডেটিং সাইটে প্রেমিকা খুঁজতে গিয়ে জালিয়াতির স্বীকার হয়ে ৭৩ লাখ টাকা হারালেন ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ।

প্রতারণার স্বীকার হওয়া ব্যক্তি ভারতের মুম্বাইয়ের অধিবাসী। নিঃসঙ্গতা কাটাকে ঢুঁ মারলেন ডেটিং সাইটগুলোতে। ‘প্রেম’ হয়ে গেল, কিন্তু সেটা যে জালিয়তি হবে কে জানতো!

জানা যায়, ওই ব্যক্তিকে প্রথমে লোকান্টো ডেটিং সার্ভিসেস অ্যান্ড স্পিড ডেটিংয়ের সদস্যপদ গ্রহণ করার অনুরোধ জানায়। সাইট কর্তৃপক্ষ জানিয়েছিল মুম্বাইয়ের পছন্দের জায়গায় তারা ডেট করার জন্য নারী পাঠাবে। এরপর ওই ব্যক্তি আগ্রহপূর্বক রেজিস্ট্রেশন এবং অন্যান্য ফি প্রদান করেন। কিন্তু ডেটিংয়ের সুবিধা পাননি তিনি। বরং প্রতারকরা ডেটিংয়ের জন্য মেয়ে দাবি করায় পুলিশে অভিযোগ করার হুমকি দিয়েছিল।

আইনি ঝামেলা থেকে নিজেকে রক্ষা করার উপায় হিসাবে প্রতারকরা ওই ব্যক্তির কাছে অর্থ দাবি করেছিল। সামাজিক মর্যাদা হারানোর ভয়ে ব্যক্তি ৭৩ লাখ টাকা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। তবে পরে তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করে এই মামলায় এফআইআর করেন।

 

Bootstrap Image Preview