Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রিপোর্ট অনুসারে তামিমের থাকা, না থাকা নিশ্চিত হবে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৩:৩৪ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৩:৩৪ PM

bdmorning Image Preview


যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের শিবির দুশ্চিন্তায় ভরপুর, কারণটা অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের কুঁচকির চোট।  ঢাকা পর্বের শেষ ম্যাচে সিলেট থান্ডারের বিপক্ষে কুঁচকিতে চোট পান বাঁহাতি এই ব্যাটসম্যান। চোটের গভীরতা এখন পর্যন্ত জানা যায়নি। দলটির কোচ মোহাম্মদ সালাহউদ্দিন জানিয়েছে, স্ক্যান রিপোর্ট পেলেই তামিমের বিষয়ে নিশ্চিত করবেন তাঁরা

আজকে করানো হবে তার চোটাক্রান্ত স্থানের স্ক্যান। এরপরই রিপোর্ট অনুসারে তামিমের থাকা, না থাকা নিয়ে নিশ্চয়তা দেয়া হবে।একই সঙ্গে প্রচণ্ড জ্বরে ভুগছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ওপেনার। যে কারণে তাঁকে ঢাকায় রেখেই গতকাল চট্টগ্রাম চলে গেছে ঢাকা প্লাটুন। কুঁচকির চোট এবং জ্বর; সবকিছু মিলিয়ে আজ সন্ধ্যার মধ্যে তামিমের চট্টগ্রাম পর্বে অংশ নেয়া, না নেয়ার বিষয়টি নিশ্চিত করবে ঢাকা।

ক্রিকফ্রেঞ্জিকে ঢাকা প্লাটুনের কোচ বলেন, 'সে (তামিম) জ্বরে ভুগছে কিন্তু তার ইনজুরি গুরুতর বলে মনে হচ্ছে না। আগামী ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা আমরা তা সন্ধ্যায় নিশ্চিত হতে পারব। তখন আমাদের হাতে তার স্ক্যান রিপোর্ট এসে পৌঁছাবে।'

১৮ ডিসেম্বর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মুখোমুখি হবে ঢাকা প্লাটুন। চট্টগ্রাম পর্বে তিনটি ম্যাচ খেলবে ঢাকা। তামিমের চোট গুরুতর হলে কিংবা গ্রেড ওয়ান টিয়ার ধরা পড়লে চট্টগ্রাম পর্বে তাঁকে পাবে না ঢাকা।

গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফর শেষে বেশকিছু দিন দলের বাইরে ছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ, আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলেননি তিনি। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিবিপিএল) দিয়ে ম্যাচে ফিরেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। 

Bootstrap Image Preview