Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বরগুনায় ৩১ তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের সূচনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯, ০২:১৯ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯, ০২:১৯ PM

bdmorning Image Preview


বরগুনায় ৩১ তোপধ্বনির মধ্য দিয়ে মহান চ করা হয়। সকাল সাড়ে ৬টায় শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে।  

সকাল ৮ টায় স্টেডিয়ামে কুচকাওয়াজ - শরীর চর্চায় অংশ নেয় মুক্তিযোদ্বা, পুলিশ, আনসার, বিএনসিসি, গার্লস গাইড, শিশু- কিশোর সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক -প্রতিষ্ঠান।

সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন কর্তৃক মুক্তিযোদ্বা-শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। এছাড়া জেলা প্রশাসন আয়োজন করে আলোকচিত্র প্রদর্শনী, মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা প্রতিযোগিতা, পৌরসভা আয়োজন করে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, মহিলা ক্রীড়া সংস্থা আয়োজন করে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান। 

হাসপাতাল, শিশু পরিবার, কারাগারের পরিবেশন করা হয় উন্নতমানের খাবার। শিল্পকলা একাডেমী আয়োজন করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদসমূহে দোয়ার আয়োজন করা হয়। মন্দির - গীর্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

এছাড়া জেলার অন্যান্য উপজেলা পর্যায়ে বিজয় দিবস এর কর্মসূচি পালন করা হয়।

Bootstrap Image Preview