Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিক্ষার্থীদের ওপর পুলিশের বর্বরতা অগ্রহণযোগ্য: জামিয়া ভিসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯, ০২:১১ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯, ০২:১১ PM

bdmorning Image Preview


জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের নৃশংস হামলার ঘটনায় ভিসি অধ্যাপক নাজমা আখতার বলেছেন, এই বর্বরতা ও ধরপাকড় অগ্রহণযোগ্য। এতে আমি গভীরভাবে ব্যথিত।

তিনি বলেন, পুলিশ লাইব্রেরিতে ঢুকে নিরপরাধ শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে। রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর ধরপাকড় চালিয়েছে ভারতীয় পুলিশ।

এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস ও হাফিংটনপোস্ট ইন্ডিয়ার খবরে এসব তথ্য জানা গেছে। উগ্রহিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা। স্কুলের প্রতিবেদনে বলা হয়েছে, ধরপাকড়ের সময় নারী শিক্ষার্থীদের যৌন হয়রানি করেছে পুলিশ।

ভিসি নাজমা আখতার বলেন, শিক্ষার্থীদের ওপর যেভাবে হামলা হয়েছে, তাতে আমি ব্যথিত। ছাত্র-ছাত্রীদের বলতে চাই, এই লড়াইয়ে তারা কেবল একা না, আমিও তাদের সঙ্গে রয়েছি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, এ বিষয়টি যতটা সম্ভব আমি কথা বলবো।

রোববার সন্ধ্যায় কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর নৃশংসতা চালিয়েছে দেশটির পুলিশ। তবে পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে যা করার দরকার ছিল, তারা তা-ই করেছে।

বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে, ক্যাম্পাসে পুলিশের ঢুকতে হলে আগে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। শিক্ষার্থীদের মুক্তি দেয়ার পর কয়েক শত লোক দিল্লি পুলিশ কার্যালয়ের সামনে বিক্ষোভে করতে গেলে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে।

এক ভিডিও ফুটেজে দেখা গেছে, সহিংসতায়-বিক্ষত মূল সড়ক ধরে আত্মসমর্পণের ভঙ্গিতে হাত উঁচিয়ে শিক্ষার্থীরা যাচ্ছে। এসময় পুলিশ তাদের তাড়িয়ে-ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে।

জামিয়ার প্রধান প্রক্টর ওয়াসিম আহমেদ খান বলেন, পুলিশ জোর করে ক্যাম্পাসে ঢুকেছে। তাদের কোনো অনুমতি দেয়া হয়নি। আমাদের কর্মকর্তা ও শিক্ষার্থীদের মারধর করা হয়েছে। তাদের ক্যাম্পাস থেকে বের করে দেয়া হয়েছে।

লাইব্রেরিতে পড়তে বসা শিক্ষার্থীদের তুলে নিয়ে গেছে পুলিশ বলে খবরে জানানো হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে স্থানীয়রাও বিক্ষোভে যোগ দিয়েছেন।

ভিসি নাজমা বলেন, পুলিশ যেভাবে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, এটা ঠিক হয়নি। তাদের উচিত ছিল, অনুমতি নিয়ে ক্যাম্পাসে ঢোকা। শিক্ষার্থীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তারা আহত হয়েছেন। এ হামলা ঠিক হয়নি।

জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের নৃশংস হামলার ঘটনায় ভিসি অধ্যাপক নাজমা আখতার বলেছেন, এই বর্বরতা ও ধরপাকড় অগ্রহণযোগ্য। এতে আমি গভীরভাবে ব্যথিত

Bootstrap Image Preview