Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিলেটের বিপক্ষে কাল ঘরের মাঠে নামবে চট্টগ্রাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯, ০২:০৩ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯, ০২:০৬ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঘরের মাঠে সিলেট থান্ডারের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬.৩০ টায়।

এবারের বিপিএলে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে চট্টগ্রাম। এর মধ্যে দুটি ম্যাচেই জয় পায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। আসরের প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে পাঁচ উইকেটে জিতেছে দলটি। 

এরপরে খুলনা টাইগার্সের বিপক্ষে হারলেও নিজেদের শেষ ম্যাচে রংপুর রেঞ্জার্সকে ছয় উইকেটে হারায় দলটি। অপরদিকে তিনটি ম্যাচ খেলেও এখনও জয়ের দেখা পায়নি সিলেট।

প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, দ্বিতীয় ম্যাচে রাজশাহী রয়্যালস ও তৃতীয় ম্যাচে ঢাকা প্লাটুনের কাছে হেরে যায় দলটি। মোসাদ্দেক হোসেনের দলটি চট্টগ্রামের বিপক্ষে জিততে না পারলে এবারের বিপিএলে প্লে ওয়ে ওঠা তাদের জন্য আরও বেশি কষ্টসাধ্য হয়ে যাবে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াডঃ মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলী, পিনাক ঘোষ, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, মেহেদী হাসান রানা, ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), আভিস্কা ফারনান্দো (শ্রীলঙ্কা), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ), রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), ইমাদ ওয়াসিম (পাকিস্তান), মুসা খান (পাকিস্তান) ও লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ)।

সিলেট থান্ডার স্কোয়াডঃ মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু,  সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন খান, রুবেল মিয়া, ক্রিসমার সান্টোকি (ওয়েস্ট ইন্ডিজ), শারফেন রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), শফিকুল্লাহ শফিক (আফগানিস্তান), নাভিন উল হক (আফগানিস্তান), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ) ও জীবন মেন্ডিস (শ্রীলঙ্কা)।

Bootstrap Image Preview