Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দুটি আলাদা লুকে পাওয়া যাবে শাকিব খানকে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯, ১২:৩৭ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯, ১২:৩৭ PM

bdmorning Image Preview


ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। সফল অভিনেতা হিসেবে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা। সবশেষ কোরবানির ঈদে জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি মুক্তি পায় এই তারকা অভিনেতার। ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী।

বর্তমানে কাজী হায়াতের ‘বীর’ সিনেমার কাজ চলছে। শনিবার এফডিসিতে এ সিনেমার শুটিং চলাকালীন কথা হয় চলচ্চিত্রের এই শীর্ষ তারকার সঙ্গে। শাকিব খান বলেন, ভালো একটি কাজ হচ্ছে। এ সিনেমায় আমাকে দুটি আলাদা লুকে পাওয়া যাবে।

সিনেমাটির গল্প একেবারেই মৌলিক। এখন অ্যাকশন দৃশ্যের কিছু কাজ হচ্ছে। চমৎকার গল্প এটি। ছবির পরিচালক কাজী হায়াত। তার সম্পর্কে বলার কিছু নেই। ঢালিউডের খ্যাতিমান একজন নির্মাতা। দীর্ঘদিন চলচ্চিত্রের সঙ্গে যুক্ত আছেন।

 উনার ৫০তম সিনেমা এটি। এরইমধ্যে এ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। প্রকাশের পর বেশ ভালো ফিডব্যাক পেয়েছি। ছবিটি নিয়ে আমি দারুণ আশাবাদী। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে দুস্থ শিক্ষার্থী আর অনাথ শিশুদের সহায়তার জন্য মাঝে-মধ্যে বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়।

গত বুধবার সন্ধ্যায় মুর্শিদাবাদের নওদা এলাকার পশ্চিম ত্রিমোহনী ঝাঁঝরা ক্লাবে আয়োজিত তেমনই একটি অনুষ্ঠানে অংশ নেন শাকিব খান। শো কেমন হলো জানতে চাইলে তিনি বলেন, ওখানে শিল্পীদের অনেক সম্মান দেওয়া হয়। আমাকেও তারা বেশ সম্মান দিয়েছেন। শোও খুব ভালো হয়েছে। ‘শিকারী’ ছবিটি মুক্তির পর সেখানকার মানুষের মধ্যে আমাকে নিয়ে উন্মাদনা দেখেছি।

অনুষ্ঠানে অংশ নিতে পেরে বেশ ভালো লেগেছে আমার। এদিকে গত ৮ই ডিসেম্বর আসামে একটি বড় আয়োজনে শাকিব খানকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু ওই দিন ঢাকায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান থাকার কারণে তিনি আসাম যেতে পারেন নি। ‘বীর’ সিনেমায় শাকিব খানের বিপরীতে বুবলীকে দর্শকরা দেখতে পাবেন। একেবারে নতুন লুকে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি।

শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে এ সিনেমাটি দর্শকরা দেখতে পাবেন। প্রথম লুক প্রকাশের পর অনেকে একটি তামিল সিনেমার সঙ্গে এর মিলের কথা বললেও সে বিষয়ে পাত্তা দেন নি শাকিব খান। তিনি বলেন, দর্শকরা এখন শতভাগ দেশের ছবি দেখতে চান। এটি তেমনই একটি সিনেমা। মৌলিক গল্পের ছবি। আমি আমার কাজ করে যাচ্ছি।

 দর্শকরা যে ধরনের সিনেমায় আমাকে দেখতে চান ‘বীর’ তেমনই একটি সিনেমা। এ ছবিতে পরিচালক আমাকে নতুন রুপে উপস্থাপন করতে চেয়েছিলেন। সেই জন্যই বেশ কিছুদিন শুটিং থেকে দূরে ছিলাম। নিজেকে সেভাবেই তৈরি করে কাজটি করছি। এরইমধ্যে এ সিনেমার ৬৫-৭০ ভাগ কাজ শেষ হয়েছে।

 নতুন কয়েকটি সিনেমার ব্যাপারে ভাবনাও অনেক দূর এগিয়ে নিয়েছিলেন শাকিব খান। তবে সেসব বিষয়ে কিছুই বলতে চান না। আপাতত ‘বীর’ নিয়েই থাকতে চান তিনি।

 ছবির ফার্স্ট লুক প্রকাশের পর কবে সিনেমা হলে দর্শকরা এটি দেখতে পাবেন জানতে চাইলে শাকিব খান বলেন, নতুন বছরের শুরুতে ধামাকা হিসেবে মুক্তি পাবে ‘বীর’। আমার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে এর আগে নির্মিত হয়েছে ‘হিরো দ্য সুপারস্টার’ এবং ‘পাসওয়ার্ড’। ছবি দুটি মুক্তির পর বেশ ভালো ব্যবসা করে। ‘বীর’ আমার প্রযোজিত তৃতীয় ছবি।

 এটি বছরের শুরুর দিকে আমরা মুক্তি দেয়ার পরিকল্পনা করছি। আশা করি, দর্শকদের ছবিটি দেখে ভালো লাগবে। এদিকে বর্তমানে সিনেমা নির্মাণের সংখ্যা কমেছে। বছরও শেষ হয়ে এলো। এ বিষয়ে জানতে চাইলে এই তারকা বলেন, ইন্ডাস্ট্রি অনেক ছোট হয়ে গেছে।

 কাজ একেবারেই কম হচ্ছে এখন। তবে এরমধ্যেও ভালো সিনেমা নির্মাণ হচ্ছে। ভালো কাজগুলো দর্শকের সামনে এলে অবশ্যই জায়গাটির পরিবর্তন হবে। দর্শকরা ভালো গল্পের সিনেমা এখনো দেখার জন্য অপেক্ষা করেন।

Bootstrap Image Preview