Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাবিতে বিজয়  দিবসের কনসার্টে  যারা আসছেন  

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯, ১২:২৯ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯, ১২:২৯ PM

bdmorning Image Preview


বরাবরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যা¤পাসে অনুষ্ঠিত হবে বিজয় দিবসের সবচেয়ে বড় কনসার্ট।

‘গৌরবময় বিজয়ের ৪৮ বছর’ শিরোনামে এবারের আয়োজন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এতে অংশ নিচ্ছেন নগরবাউল জেমস ও ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল মাঠে দুপুর ২টা থেকে এ অনুষ্ঠান শুরু হবে। এতে থাকবে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শিক্ষকবৃন্দ ও বাংলাদেশ পুলিশের শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাংস্কৃতিক পর্বে জেমস, মমতাজ ছাড়াও পারফর্ম করবে ব্যান্ড চিরকুট। অংশ নেবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরাও।এতে বিজয়ের গান পরিবেশন করবেন ফকির আলমগীর। অনুষ্ঠান উপস্থাপনা করবেন দেবাশীষ ও ইসরাত পায়েল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম (বার)-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের শিল্পীবৃন্দের মনোমুগ্ধকর পরিবেশনা, আলোকচিত্র প্রদর্শনী এবং ডাকসুর পরিবেশনা থাকবে এতে।

Bootstrap Image Preview