Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অভিজ্ঞ সাকিবকে মাঠে না পেয়ে তাঁর শূন্যতা অনুভব করছি: সাইফউদ্দিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯, ১১:৫৪ AM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯, ১১:৫৪ AM

bdmorning Image Preview


ইংল্যান্ড বিশ্বকাপ থেকে পিঠের চোট ভোগাচ্ছে মোহাম্মদ সাইফউদ্দিনকে। এই ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সিরিজ খেলা হয়নি পেস বোলিং এই অলরাউন্ডারের। ইনজুরি কাটিয়ে জানুয়ারিতে মাঠে ফেরার কথা রয়েছে তাঁর।

মাঠে ফিরেও সতীর্থ সাকিব আল হাসানকে পাবেন না সাইফউদ্দিন। জুয়াড়ির প্রস্তাব গোপন করে ২ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব। অভিজ্ঞ সতীর্থকে মাঠে না পেয়ে তাঁর শূন্যতা অনুভব করছেন সাইফউদ্দিন।

সাইফউদ্দিন বলেছেন, ‘উনার কেমন লাগছে জানি না। আমার খুব খারাপ লাগছে। উনাকে মিস করছি। হয়তো আর এক-দুই মাস পর আমি মাঠে ফিরতে পারব। উনাকে মিস করব টিম মেট বা বড় ভাই হিসেবে। অনুপ্রেরণা হিসেবে, সব দিক থেকেই উনাকে মিস করব।’

পিঠের ইনজুরি থেকে ধীরে ধীরে সেরে উঠছেন সাইফউদ্দিন। তরুণ এই অলরাউন্ডার জানিয়েছেন, এখন ভালো অনুভব করছেন। দ্রুতই মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী তিনি। 

নিজের ইনজুরি নিয়ে সাইফউদ্দিন বলেছেন, ‘শেষ দুই সপ্তাহ আমি ভালো অনুভব করছি। আগে সকালে ঘুম থেকে ওঠার পর একটু ব্যথা মনে হতো। এই দুই সপ্তাহ ব্যথা হচ্ছে না। শেষ দুই সপ্তাহ ধরে অনুশীলন করছি। সব মিলিয়ে ভালো মনে হচ্ছে। পরে স্ক্যান করাতে পারি। এটা নির্ভর করবে কতটা ভালো অনুভব করছি এটার উপর।’

Bootstrap Image Preview