Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাবেক ক্রিকেটারদের নিয়ে বিজয় দিবসে মিরপুরে টি-টুয়েন্টি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯, ১০:২৬ AM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৯, ১০:২৭ AM

bdmorning Image Preview


প্রতিবারের মতো এবারও বিজয় দিবসে টি-টুয়েন্টি ম্যাচ আয়োজন করছে বিসিবি। ১৬ ডিসেম্বর শের-ই-বাংলা স্টেডিয়ামে হতে যাওয়া প্রদর্শনী ম্যাচে দুই শহীদ মুক্তিযোদ্ধা ক্রিকেটার-সংগঠক জুয়েল ও মোশতাক একাদশের হয়ে খেলবেন সাবেক ক্রিকেটাররা।

রোববার সন্ধ্যায় দুদলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ব্যাটে-বলে মাঠ মাতাবেন সাবেক তারকা ক্রিকেটাররা। শহীদ জুয়েল এবং শহীদ মোশতাক ছিলেন ক্রীড়াপাগল মানুষ। প্রথমজন ক্রিকেটার, দ্বিতীয়জন ছিলেন সংগঠক। ২৫ মার্চ কালরাতে হানাদাররা নৃশংসভাবে হত্যা করে মোশতাক আহমেদকে।

আর আবদুল হালিম চৌধুরী (জুয়েল) ছিলেন মুক্তিবাহিনীর দুর্ধর্ষ ক্র্যাক প্লাটুনের সদস্য। মগবাজারে সুরকার আলতাফ মাহমুদের বাসা থেকে ২৯ আগস্ট হানাদাররা আহত অবস্থায় জুয়েলকে ক্যাম্পে ধরে নিয়ে যায়। এক সময় হত্যা করা হয় তাকে।

বিজয় দিবস এলে দুই নায়ককে স্মরণের শ্রদ্ধামঞ্চ হয়ে ওঠে হোম অব ক্রিকেটের সবুজ গালিচা। স্টেডিয়ামের প্রতি ইঞ্চি হয়ে ওঠে সাবেক ক্রিকেটারদের মিলনমেলার মঞ্চ।

শহীদ জুয়েল একাদশ: নাইমুর রহমান দুর্জয়, হাবিবুল বাশার সুমন, মাহমুদুল হাসান রানা, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, শাহরিয়ার হোসেন বিদ্যুত, এনামুল হক মনি, সজল চৌধুরী, খালেদ মাহমুদ সুজন, নাসির আহমেদ নাসু, এহসানুল হক সেজান, নিয়ামুর রশিদ রাহুল, মোহাম্মদ সেলিম (উইকেটরক্ষক), হাসিবুল হোসেন শান্ত।
ম্যানেজার: গোলাম ফারুক সুরু

শহীদ মোশতাক একাদশ: মেহরাব হোসেন অপি, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ লিটন, আনোয়ার হোসেন (উইকেটরক্ষক), তারেক আজিজ খান, মুশফিকুর রহমান বাবু, মোর্শেদ আলি খান, মোহাম্মদ রফিক, আনেয়ার হোসেন মনির, শফিউদ্দিন আহমেদ বাবু, ফারুক আহমেদ, জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ আলি, খালেদ মাসুদ পাইলট।
ম্যানেজার: রকিবুল হাসান 

Bootstrap Image Preview