Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ইসরাইলি গবেষণা জাহাজকে তুরস্কের তাড়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৯:৩২ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৯:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের একটি গবেষণা জাহাজকে সাইপ্রাসের পানিসীমা থেকে তাড়িয়ে দিয়েছে তুরস্ক। ভূমধ্যসাগরে তুর্কি যুদ্ধজাহাজের চ্যালেঞ্জের মুখে ইসরাইলেরও ওই গবেষণা জাহাজটি এলাকা ছেড়ে চলে যায়। ইসরাইলি এক শীর্ষ কর্মকর্তার বরাতে চ্যানেল থার্টিন শনিবার এ খবর প্রকাশ করেছে বলে টাইমস অব ইসরাইল জানিয়েছে। তুরস্ক ওই এলাকাকে নিজের বলে দাবি করে আসছে।

চ্যানেল থার্টিনের ওই প্রতিবেদনে বলা হয়, সাইপ্রাস সরকারের সহযোগিতায় ইসরাইল ওই এলাকাটিতে গবেষণা কর্মকাণ্ড পরিচালনা করছিল।দুই সপ্তাহ আগে ভূমধ্যসাগরের গালিম এলাকায় তুরস্কের যুদ্ধজাহাজ থেকে ইসরাইলি জাহাজটিকে চ্যালেঞ্জ করা হয়। তুর্কি সেনা কর্মকর্তারা রেডিও বার্তা পাঠান এবং ওই এলাকায় ইসরাইলি জাহাজের কী কাজ তা জানতে চান।

জাহাজ থেকে সন্তোষজনক কোনো জবাব না পেয়ে তুর্কি সেনারা ইসরাইলি জাহাজকে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। তুর্কি নৌ বাহিনীর নির্দেশের মুখে কোনো উপায়ান্তর না দেখে ইসরাইলি জাহাজটি এলাকা ছেড়ে চলে যায়।তুরস্ক সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে তার প্রভাব বাড়াতে পদক্ষেপ নিয়েছে। গত কয়েক বছর ধরে তুরস্ক ভূমধ্যসাগরের এ এলাকায় জ্বালানি তেলের সন্ধানে বেশ কয়েকবার যুদ্ধজাহাজ এবং ড্রিলিং জাহাজ পাঠিয়েছে।

 

Bootstrap Image Preview