Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পোশাক দেখলেই বুঝতে পারবেন কারা হিংস্র: মোদি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৮:২৭ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৮:২৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কারা হিংসা ছড়াচ্ছে তা আপনারা সহজেই বুঝতে পারবেন পোশাক দেখে। যারা হিংসা ছড়াচ্ছে তাদের কাছ থেকে দূরে থাকার জন্য আসামের ভাইবোনদের অভিনন্দন। তারা শান্তিপূর্ণভাবে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন।

রবিবার (১৫ ডিসেম্বর) ঝাড়খণ্ডের দুমকায় নির্বাচনী সভায় এসে তিনি এসব কথা বলেন।

আন্দোলনে কংগ্রেসের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, রাম জন্মভূমি নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে কেন্দ্র করে ভারতীয় দূতাবাসের বাইরে পাকিস্তান যেমন বিক্ষোভ দেখিয়েছে ঠিক একইভাবে কংগ্রেস সংবিধানের ৩৭০ ধারা বাতিল করা নিয়ে বিক্ষোভ করেছে।

নতুন আইনে বলা হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ২০১৪ সালের মধ্যে যে অমুসলিম ধর্মীয় নিপীড়নের শিকার মানুষরা ভারতে এসেছেন তারা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলো। বিগত তিন দিনে অশান্ত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ছ’টি ফাঁকা ট্রেন পুড়িয়ে দেওয়া হয়। হাওড়ায় ভাঙ্গা হয় ১৫টি বাস।

তীব্র আন্দোলনের মুখে আসামসহ উত্তর-পূর্ব অবস্থিত রাজ্যগুলোর বেশ কিছু এলাকায় কার্ফু জারি রয়েছে। বিশেষ করে মেঘালয় ও নাগাল্যান্ডের বেশ কিছু অঞ্চল এর আওতায় রয়েছে।

 

Bootstrap Image Preview