Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের উন্নয়ন দেখে ভারত থেকে ফড়িয়া ধরে লোক আসছে: পররাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৮:২০ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৮:২০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের কারণেই ভারত থেকে ফড়িয়া ধরে এ দেশে লোক আসছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত জোর করে কাউকে পাঠাচ্ছে না। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন দেখে ভারত থেকে ফড়িয়া ধরে এ দেশে লোক আসছে। যারা আসছে তারা কাজকর্ম পাচ্ছে। ভারতের তুলনায় আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো। ফড়িয়ারাও গরিব মানুষদের বলছে, বাংলাদেশে গেলে তোমাদের না খেয়ে থাকতে হবে না। এমন ধারণার ফলে কিছু মানুষ দালালদের সহায়তায় এ দেশে আসছে।’

সরকারের এ মন্ত্রী বলেন, ‘বাংলাদেশি নাগরিক ছাড়া অন্য কেউ যদি বৈধ প্রক্রিয়া না মেনে বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে তাহলে সরকার তাদের ফেরত পাঠাবে।’

ভারতে অবৈধভাবে বসবাসরত কোনো বাংলাদেশি থাকলে তাদের তালিকা দেওয়ার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

ভারতের জাতীয় নাগরিকত্ব তালিকা (এনআরসি) নিয়ে করা এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ভারত এটিকে নিজেদের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেছে এবং কোনোভাবেই এর প্রভাব বাংলাদেশে পড়বে না বলে আশ্বস্ত করেছে।’

নয়াদিল্লি সফরে না যাওয়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডিসেম্বর গৌরবের মাস। এ মাসে আমার ভারত সফরে যাওয়ার সময় প্রতিমন্ত্রী-সচিব বিদেশে অবস্থান করছেন। সে কারণে সফর বাতিল করা হয়েছে। তবে এ জন্য দুদেশের মধ্যকার সম্পর্কে প্রভাব পড়বে না।’

Bootstrap Image Preview