Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম তৈরি করছে ভারত 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৭:২১ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৭:২১ PM

bdmorning Image Preview


বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম তৈরি করতে যাচ্ছে ভারত।একসঙ্গে ১ লাখ ১০ হাজার দর্শক ধারণ ক্ষমতাসহ ক্রিকেট স্টেডিয়াম তৈরি করছে ভারত। দেশটির গুজরাটের আহমেদাবাদের সেই স্টেডিয়ামটি পুনঃনির্মাণ চলছে।

দর্শক ধারণ ক্ষমতার দিক থেকে বর্তমানে ভারতের সবচেয়ে বড় স্টেডিয়াম কলকাতার ইডেন গার্ডেনস। সরদার প্যাটেল স্টেডিয়াম এবার ইডেন গার্ডেনসকে ছাড়িয়ে যাবে।

শুধু তাই নয়; বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকেও পেছনে ফেলবে এটি।মেলবোর্ন ক্রিকেট গ্রাউণ্ডে এক লাখ দর্শক একসঙ্গে বসে খেলা উপভোগ করতে পারে।এবার সেই ভ্যেনুটিকে ছাড়িয়ে যেতে সরদার প্যাটেল স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ১০ হাজার বেশি রাখা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো সূত্রে জানা গেছে, সরদার প্যাটেল স্টেডিয়ামটিতে ৭০টির বেশি কর্পোরেট বক্স, চারটি ড্রেসিং রুম, একটি ক্লাব হাউজ, একটি অলিম্পিক সাইজ সুইমিংপুল রয়েছে। 

Bootstrap Image Preview