Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিরাটদের সমালোচনা করলেন জাভেদ মিয়াঁদাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৭:০৭ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৭:০৭ PM

bdmorning Image Preview


৮ মার্চ রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর্মি ক্যাপ পরে মাঠে নেমেছিল ভারতীয় দল। পুলওয়ামায় শহিদ সিআরপিএফ জওয়ানদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্যই ভারতীয় দল এমন উদ্যোগ নিয়েছিল। 

তবে ধোনি, কোহলিদের এই উদ্য়োগ ভাল চোখে দেখেনি পাকিস্তান। তারা আইসিসি-র কাছেও নালিশ করেছিল। লাভ অবশ্য কিছু হয়নি। আর এবার নিজে আর্মি ক্যাপ পরে এসে ধোনিদের সমালোচনা করে গেলেন জাভেদ মিয়াঁদাদ।

পাকিস্তান এর আগেও দাবি করেছিল, ভারতীয় দলের ক্রিকেটাররা নেহাতই রাজনৈতিক স্বার্থে আর্মি ক্যাপ পরে মাঠে নেমেছিলেন। যদিও বিসিসিআই এমন অভিযোগ অস্বীকার করেছে আগেই। 

এবার পাকিস্তানের প্রাক্তন তারকা মিয়াঁদাদ একই অভিযোগ তুললেন আবার। তাও এতগুলো মাস পরে। কিন্তু হঠাত্ করে কেন আবার তিনি ধোনি, কোহলিদের সমালোচনা করলেন তা স্পষ্ট নয়। 

 মিয়াঁদাদ বলেন, ''পাকিস্তান আর্মির প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য আমি এই টুপি পরেছি। আমার কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। আমি ছোট থেকেই পাকিস্তানের আর্মিতে যোগ দিতে চেয়েছিলাম। সেটা হয়ে ওঠেনি। তবে আর্মির প্রতি আমার ভালবাসা আজও অটুট। তবে ভারতীয় দলের ক্রিকেটাররা আর্মি ক্যাপ পরেছিল রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে।''

Bootstrap Image Preview