Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঢাকায় প্রথম পর্ব শেষে এগিয়ে যারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯, ০২:৪৫ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯, ০২:৪৫ PM

bdmorning Image Preview


ঙ্গবন্ধু বিপিএলে ঢাকায় প্রথম পর্বের খেলা শেষ হয়েছে শনিবার। শুরুর ধাপে শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ হয়েছে আটটি। পয়েন্ট টেবিলে এগিয়ে আছে রাজশাহী রয়্যালস। আন্দ্রে রাসেলের দল দুই ম্যাচের দুটিতেই পেয়েছে জয়। তাদের পয়েন্ট চার।

সমান চার পয়েন্ট মাশরাফীর ঢাকা প্লাটুন ও মাহমুদউল্লাহর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। তবে তারা খেলেছে তিনটি করে ম্যাচ।এখনো জয়ের স্বাদ পায়নি সিলেট থান্ডার (৩ ম্যাচ) ও ইনসেপ্টা রংপুর রেঞ্জার্স (২ ম্যাচ)। আসরের অপর দুই দল খুলনা টাইগার্স, ও কুমিল্লা ওয়ারিয়র্স জিতেছে একটি করে ম্যাচ।

ব্যক্তিগত পারফরম্যান্সে ব্যাটিংয়ে সবার উপরে ইমরুল কায়েস। চট্টগ্রামের মিডলঅর্ডার ব্যাটসম্যান তিন ম্যাচে এক ফিফটিতে করেছেন ১১৭ রান। একই দলের জিম্বাবুইয়ান ওপেনার চ্যাডউইক ওয়ালটনের রানও ১১৭। তৃতীয় স্থানে আছেন সিলেট থান্ডারের মোহাম্মদ মিঠুন (১১২ রান)।

বোলিংয়ে ঢাকা প্লাটুনের শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা পেয়েছেন সর্বোচ্চ ৫ উইকেট। খেলেছেন তিনটি ম্যাচ। দুই ম্যাচ খেলে ৪টি করে উইকেট নিয়েছেন অলক কাপালি (রাজশাহী), সৌম্য সরকার (কুমিল্লা) ও লুইস গ্রেগরি (রংপুর)।

বিপিএলে রোববার ও সোমবার বিরতি। মঙ্গলবার শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমদিন লড়বে খুলনা-রাজশাহী (দুপুর), চট্টগ্রাম-সিলেট (সন্ধ্যা)। বন্দরনগরীতে বিপিএলের ম্যাচ চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। তারপর আবার ঢাকায় ফিরবে টি-টুয়েন্টি আসরটি। সিলেটেও আছে বিপিএলের ম্যাচ।

Bootstrap Image Preview