Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইউপি চেয়ারম্যানের বাড়িতে অস্ত্র তৈরির কারখানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯, ১০:৩১ AM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯, ১০:৩১ AM

bdmorning Image Preview


চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেনের বাড়িতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ওই চেয়ারম্যানের হোরারবাগ গ্রামের বাড়িতে অভিযান চালায় ‌র‌্যাব।

র‌্যাব জানায়, অভিযানের সময় ঘটনাস্থল থেকে পিস্তল, ওয়ান শ্যুটার গান তৈরির বেশকিছু সরঞ্জাম, একটি ওয়ান শ্যুটার গান ও দুটি বুলেটও পাওয়া গেছে। তবে এ সময় সেখানে চেয়ারম্যান এবং তার পরিবারের কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে র‌্যাবের চট্টগ্রাম জোনের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘সীমানার দেওয়াল দিয়ে ঘেরা চেয়ারম্যান বেলাল হোসেনের বাড়ির ভেতরে বাঁশের তৈরি একটি ঘরে অস্ত্রের কারখানা পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান শুরু করি। চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের কাউকে পাওয়া যায়নি। তারা অস্ত্র কারখানার সঙ্গে সম্পৃক্ত কি না সেটা তদন্ত করব।’

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, ‘চেয়ারম্যান বাড়ির সীমানা দেওয়ালের মধ্যে অস্ত্র কারখানার সন্ধান পেলেও এতে চেয়ারম্যানের সম্পৃক্ততা আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সেখানে অভিযান চালিয়েছি।’

তারেক আজিজ আরও বলেন, ‘অজ্ঞাতনামা আসামি দিয়ে একটি মামলা হচ্ছে। তদন্তে চেয়ারম্যানের সম্পৃক্ততা পাওয়া গেলে অভিযোগপত্রে তাকেও আসামি করা হবে।’

Bootstrap Image Preview