Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন জ্যামাইকার টোনি-আন সিং

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯, ১০:১৯ AM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯, ১০:১৯ AM

bdmorning Image Preview


এ বছর মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন জ্যামাইকার সুন্দরী টোনি-আন সিং। দ্বিতীয় হয়েছেন ফরাসি সুন্দরী আর তৃতীয় ভারতের সুমন রাও। শনিবার লন্ডনে এ খেতাব ঘোষণা করা হয়। আয়োজনে বাংলাদেশের রাফাহ নানজিবা তোরসা অংশ নিলেও সেরা ৪০-এ স্থান করে নিতে পারেননি তিনি। তবে হেড টু হেড চ্যালেঞ্জ বিভাগে ১৯ নম্বর গ্রুপে বিজয়ী হন তিনি।

অপেক্ষার অবসান। ঘোষণা করা হলো মিস ওয়ার্ল্ড-২০১৯ প্রতিযোগিতার বিজয়িনীর নাম। খেতাব জেতেন ২৩ বছর বয়সী জ্যামাইকার টোনি-আন সিং।

দ্বিতীয় হন ফরাসি সুন্দরী এবং তৃতীয় স্থানে ভারত। গেলোবার সেরার মুকুট ঘরে আনলেও এবার তৃতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে। ভারতের হয়ে সেই সম্মানের স্থান ধরে রাখেন সুমন রাও।

জ্যামাইকা, ফ্রান্স এবং ভারত ছাড়াও সেরা পাঁচের তালিকায় উঠে এসেছে আরও দুটি দেশের নাম। ব্রাজিল এবং নাইজেরিয়া। প্রথম স্থান অর্জন করা টোনি জ্যামাইকায় মডেলিংয়ের সঙ্গে যুক্ত। এছাড়া তিনি ভালো গান করেন। পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্টেট বিশ্ববিদ্যালয়ে।

এ বছর চূড়ান্ত পর্বে উঠে আসে বিশ্বজুড়ে সেরা ৪০ সুন্দরীর নাম। প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সারা বিশ্ব থেকে মোট ১১১ জন সুন্দরী।

গেলো দুইবারের তুলনায় মিস ওয়ার্ল্ডের ৬৯তম আসরে খুব একটা ভালো ফল হয়নি বাংলাদেশের। রাফাহ নানজিবা তোরসা সেরা ৪০-এ জায়গা করে নিতে পারেননি। তবে হেড টু হেড চ্যালেঞ্জ রাউন্ডে ১৯ নম্বর গ্রুপে বিজয়ী হন তিনি। পরে হেড টু হেড চ্যালেঞ্জের ফাইনালে ভারতের সুমন রাওয়ের কাছে হেরে যান তোরসা।

Bootstrap Image Preview