Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজ রাজাকারদের নামের তালিকা প্রকাশ করতে যাচ্ছে সরকার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯, ১০:০৭ AM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯, ১০:০৭ AM

bdmorning Image Preview


রাজাকার, আলবদর ও আল-শামস বাহিনীর সদস্যদের নামের প্রথম তালিকা আজ প্রকাশ করতে যাচ্ছে সরকার।

রবিবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তালিকা প্রকাশ করবেন।

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুফি আবদুল্লাহিল মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যারা পাকিস্তানি হানাদারদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে, আজ তাদের নাম প্রকাশ করা হবে। সকাল সাড়ে ১১টায় মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সারা দেশের রাজাকারের তালিকা প্রকাশ করা হবে। পরে এটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যুক্ত হবে।

সূত্রে জানা গেছে, রাজাকারের নতুন কোনো তালিকা হচ্ছে না। ১৯৭১ সালেই ওই তালিকা জেলা, স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কাছে ছিল। ওই তালিকাতেই তাদের পরিচয় ও ভূমিকা রেকর্ড রয়েছে। তারা রাজাকার বাহিনীর সদস্য হিসেবে ভাতা নিয়েছিলেন, তাদের নামে অস্ত্রও এসেছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওই রেকর্ড সংগ্রহ করা হয়েছে।

সূত্র আরও জানায়, একাত্তরের এপ্রিলে অনানুষ্ঠানিকভাবে রাজাকার বাহিনী গঠন হয়। সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে। তখন গ্রামে-গঞ্জে বেসিক ডেমোক্রেসি মেম্বার ছিল, তাদের রাজাকার বাহিনীতে সদস্য সংগ্রহ করতে বলা হয়। এসব মেম্বার ও বিভিন্ন দলের সমর্থকরা রাজাকার বাহিনীতে যোগ দেয়।

Bootstrap Image Preview