Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কীটনাশক পানে নিহত গৃহিনীর মরদেহ নিয়ে পালাল স্বজনরা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯, ১০:১০ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯, ১০:১০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শ্যামলী বেগম (৩০) নামে এক গৃহিনীর মরদেহ নিয়ে পালিয়ে গেছে তার স্বজনেরা। পাঠামারা গ্রামের কিসলু শেখের স্ত্রী শ্যামলী শনিবার বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বেলা ২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. কামাল হোসেন মুফতি বলেন, শ্যামলী বেগম চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার কিছুক্ষণ পূর্বে মারা যান। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। তবে পুলিশ আসার আগেই তার স্বজনেরা নামাজের সময় কাউকে না জানিয়ে মরদেহ নিয়ে চলে গেছে।

এ ঘটনার ৪ দিন পূর্বে শ্যামলী বেগম ছোটবাদুরা গ্রামে পিতার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে পারিবারিক কলহের কারণে তিনি কীটনাশক পান করেন বলে জানা গেছে। তার স্বামী কিসলু শেখ ঢাকায় রয়েছেন। তাদের সংসারে কোনো সন্তান নেই।

এ বিষয়ে থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, গৃহিনীর কীটনাশক পানে আত্মহত্যার খবর শুনেছি। অপমৃত্যু মামলা রেকর্ড করে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview