Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ইরানের তৈরি অত্যাধুনিক রোবট ‘সুরেনা-৪’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৩ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ইরানের তৈরি মানবাকৃতির 'সুরেনা' রোবটের আরো উন্নত সংস্করণ প্রদর্শন করেছে দেশটি। আজ শনিবার প্রদর্শিত সুরেনা-৪ হচ্ছে এই রোবটের চতুর্থ প্রজন্ম। দেশটির তেহরান বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মের এই রোবট উন্মোচন করা হয়। এমন সময় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সুরেনা সাত্তারি এবং তেহরান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মাহমুদ নিলি আহমাদাবাদি উপস্থিত ছিলেন।

নতুন প্রজন্মের এই রোবটের কর্মক্ষমতা ও দক্ষতা আগের প্রজন্মের চেয়ে অনেক বেশি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর আগে ২০১৭ সালের নভেম্বরে তৃতীয় প্রজন্মের সুরেনা রোবট প্রদর্শন করেছিল ইরান। তখন বলা হয়েছিল মনুষ্য-সদৃশ সুরেনা-৩ মানুষের মতোই হাঁটাচলা করতে ও কথা বলতে পারে এবং বিশেষভাবে ইঞ্জিনিয়ারিং মার্বেল পাথর চিহ্নিতকরণের কাজ সুষ্ঠুভাবে করতে পারে।

ইরানের ইনস্টিটিউট অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা আইইইই জানিয়েছে, কর্মক্ষমতার দিক থেকে বিশ্বের শ্রেষ্ঠ পাঁচটি রোবটের একটি হচ্ছে সুরেনা-৪।

 

Bootstrap Image Preview