Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্রিকেটাররা চাইলে পাকিস্তানে যাবে,না গেলে নয় : পাপন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৮ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জানুয়ারিতে পাকিস্তান সফর নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। সফর হবে কি হবে না, বাংলাদেশ পাকিস্তানের মাটিতে সিরিজ খেলবে কিনা সবকিছুই এখনো অনিশ্চিত। সরকার থেকে যাওয়ার অনুমতি পাওয়ার পরই কেবল সফর নিয়ে ভাববে বিসিবি। তবে ক্রিকেটারদের এক্ষেত্রে স্বাধীনতা রয়েছে। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ক্রিকেটারদের পাকিস্তানে যেতে জোর করা হবে না। যাওয়া-না যাওয়ার ব্যাপারটি খেলোয়াড়দের ওপরই নির্ভর করবে।

পাপন বলেছেন, 'আমরা নিরাপত্তার ব্যাপারে সরকারের কাছে ছাড়পত্র পাব কি না, জানতে চেয়ে আবেদন করেছিলাম। এর আগে মেয়েদের জাতীয় দল গেছে, ওরা খেলে এসেছে। ছেলেদের জাতীয় দলের জন্য ছাড়পত্র এখনও আমরা পাইনি। যদি নিরাপত্তার ব্যাপারে জিজ্ঞেস করেন, সেটা অনূর্ধ্ব-১২ হোক বা জাতীয় দল হোক, নিরাপত্তা নিরাপত্তাই। সবার জন্য একই হওয়ার কথা। তাই আমরা ধরে নিচ্ছি, সম্ভাবনা রয়েছে আমরা নিরাপত্তা ছাড়পত্র পেয়ে যাব।'

সরকারের সবুজ সংকেত পেলে সফর নিয়ে কাজ শুরু করবে বিসিবি। দল গোছানোর সময় জঙ্গি আক্রান্ত পাকিস্তানে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খোলোয়াড়দের স্বাধীনতা দেওয়া হবে। এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, 'খেলোয়াড়দের মতামতও এখানে গুরুত্বপূর্ণ। তারা যদি যেতে না চায় তাহলে যাবে না। এটা তো জোর করার কিছু নেই। বোর্ড থেকে কাউকে জোর করে পাঠানো হবে না। আমাকে যদি জিজ্ঞেস করেন, এখন পর্যন্ত আমার এই চিন্তা। কাউকে জোর করে পাঠানোর কোনো প্রশ্নই ওঠে না। বিকল্প টিম যাবে নাকি ওরাই যাবে সেটি পরিস্থিতির ওপর নির্ভর করবে।'

Bootstrap Image Preview