Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে দুই ভারতীয় সেনা নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৮:২৮ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৮:২৮ PM

bdmorning Image Preview


কাশ্মীরের লাইন অব কন্ট্রোলে (এলওসি) পাকিস্তান-ভারতের মধ্যে গোলাগুলির ঘটনায় দুই ভারতীয় সেনা নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুই সেনা সদস্য।

শুক্রবার কাশ্মীরের রাজৌরি জেলার দুই দেশের সীমানা নির্ধারণকারী রেখায় গোলাগুলিতে এ প্রাণহানির ঘটনা ঘটে। 

দু'পক্ষের গুলিতে পাকিস্তানের কোনো সেনা নিহত হয়েছেন কি-না তা জানা যায়নি। পাকিস্তান এ নিয়ে এখনও কোনো তথ্য দেয়নি। মোদি সরকার জম্মু-কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা রদের পর থেকে সীমান্ত নির্ধারণকারী রেখায় ভারত ও পাকিস্তানের মধ্যে বেশ কিছু গোলাগুলির ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, সীমানা রেখায় দুই দেশের সেনাদের মধ্যে নিয়মিত বিরতিতে গোলাগুলির ঘটনা ঘটছেই। চলতি বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তিন মাসে নিয়ন্ত্রণরেখায় ৯৫০ গোলাগুলির ঘটনায় দুই দেশেরই বেশি কিছু সেনা সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

Bootstrap Image Preview