Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাকিব একজনইঃমাহমুদউল্লাহ 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৮:১৮ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৮:১৮ PM

bdmorning Image Preview


জুয়াড়ির প্রস্তাব গোপন করার এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন টাইগার দলের টেস্ট ও ওয়ানডে ক্যাপ্টেন সাকিব আল হাসান। 

৩৬৫ দিন সাকিব নিষিদ্ধ থাকায় টাইগার দলের ওয়ানডে ক্যপাটেন এখন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু অধিনায়কের অভাব পূরণ করলেও সাকিবের অভাব কিভাবে পূরণ করবেন মাহমুদউল্লাহ?
এই কথা মাহমুদউল্লাহ জানেন, মানেন ও বিশ্বাসও করেন।

তাঁর মতে, সাকিবের সঙ্গে যদি নিজেকে পরিমাপ করতে যাই তাহলে সেটা করাটাও ঠিক হবে না। একজন সাকিব এক জেনারেশনে পাওয়া খুব কঠিন। সাকিন একজনই। আমরা সবাই জানি, ও কতটুকু ক্যাপাবল অর ক্রিকেটিং স্কিল বা ব্রেইন স্কিল দিয়ে। আমি চেষ্টা করব। ওর মতো বোলিংয়ে যদি অবদান রাখতে পারি, তাহলে খুশি হবো।

আসন্ন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বিপিএলে চোখ এখন নির্বাচকদের। মূলত এখান থেকেই বিশ্বকাপের স্কোয়াড সাজানো হবে। 

তবে সাকিব নিষদ্ধ থাকায় মাহমুদউল্লাহই হবেন টাইগারদের টি-টোয়েন্টির ক্যাপ্টেন। তাই দল নিয়ের কি ভাবছেন সেটাও জানিয়ে দিলেন, প্রত্যেক প্লেয়ারই নির্বাচকদের নজরে আছে। আমাদের বুঝতে হবে আমি তামিম বা মুশি  বা সৌম্য হোক আমরা একজন আরেক জনের সঙ্গে বা এগেইনস্টে খেলি আমরা একজন আরেক জনের সঙ্গে ডিসকাস করি। দুইটা সেপারেট পার্ট। প্লেয়ারদের দায়িত্ব খেলা। নির্বাচকদের দায়িত্ব আমরা কেমন খেলি সেটা এনালাইসিস করা। খেলোয়াড় হিসেবে আমাদের কাজ পারফরমেন্স।

Bootstrap Image Preview