Bootstrap Image Preview
ঢাকা, ২৭ সোমবার, জানুয়ারী ২০২০ | ১৩ মাঘ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

‘ভারত বাঁচাও’ সমাবেশের ডাক কংগ্রেসের শীর্ষ নেতাদের!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৬:১১ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৬:১১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারত বাঁচাও’ সমাবেশের ডাক দিয়েছে কংগ্রেস। শনিবার রাজধানী দিল্লিতে এ সমাবেশে অংশ নেবেন সনিয়া গান্ধি, মনমোহন সিং এবং রাহুল গান্ধি সহ শীর্ষ নেতারা।

দেশের অর্থনীতির দুরবস্থা, সংশোধিত নাগরিকত্ব আইন, কৃষকদের দুর্দশা ও কর্মসংস্থানসহ বিভিন্ন ইস্যুতে এই সমাবেশের ডাক দিয়েছে বিরোধী এই দল।

কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি এই জনসভায় বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে। দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং হরিয়ানা থেকে কংগ্রেসের রাজ্য শাখাগুলিকে রামলীলা ময়দানে কমপক্ষে এক লক্ষ মানুষ জড় হবে বলে ধারণা করা হচ্ছে।

কংগ্রেসের বিদেশের শাখাগুলিও বিশ্বজুড়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ‘ভারত বাঁচাও’ সমাবেশে যোগ দেবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

Bootstrap Image Preview