Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতে নাগরিকত্ব বিল পাসে খুশি তসলিমা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৩:৩৭ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯, ০৩:৩৭ PM

bdmorning Image Preview


ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন দেশটিতে সদ্য পাস হওয়া বহুল বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন। এ বিল পাস হওয়ায় তিনি খুশি বলে জানিয়েছেন। এরসাথে ভারতে তার মতো নির্বাসনে থাকা লোকদের নাগরিকত্ব দেয়া উচিৎ বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ইন্ডিয়া টুডে টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশি বিতর্কিত এই লেখিকা বলেন, ‘নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়াতে আমি খুশি হয়েছি।’

তসলিমা বলেন, ‘সাধারণত ক্ষুদ্র জনগোষ্ঠী উগ্রবাদীদের মাধ্যমে আক্রান্ত হয়। তবে তার চেয়ে বড় হামলার শিকার হন মুক্তচিন্তার লোকেরা, উদারবাদী এবং নাস্তিকরা। ইসলামিক সমাজ আমাদের ঘৃণা করে যখন আমরা তাদের সমালোচনা করি।’

সাক্ষাৎকারে তিনি আরো বলেন, আমি আমার দেশকে খুব মিস করি। আমি বাংলায়ও যেতে পারি না। আমার মতো নির্বাসনে থাকা লোকদেরও নাগরিকত্ব দেয়া উচিত।

প্রসঙ্গত, গত বুধবার ভারতের রাজ্য সভায় নাগরিকত্ব বিল পাস হয়। এরপর থেকে ভারতজুড়ে চলছে বিক্ষোভ। পুলিশের গুলিতে পাঁচজন নিহত হয়েছে।

Bootstrap Image Preview