Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডাস্টবিনে মিলল দেড়কেজি সোনা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৯, ০২:৩২ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯, ০২:৩২ PM

bdmorning Image Preview


যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এই আপ্তবাক্যটি শোনে নি এমন কেউ নেই। হয়তো এই বাক্যটি মনে রাখার কারণেই কাস্টমস কর্মকর্তারা সিলেটের এসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বাথরুমের ডাস্টবিনে পেলেন ১২টি স্বর্ণের বার যা ওজনে প্রায় দেড় কেজি। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে তারা এই সোনা উদ্ধার করেন।

বিমানবন্দর কাস্টমস গোয়েন্দা সংস্থার সুপার আজগর আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, কোনো যাত্রী প্লেনে করে আনা স্বর্ণের বারগুলো পাচারের চেষ্টায় ব্যর্থ হয়ে বাথরুমের ডাস্টবিনে ফেলে রেখে যান। জানতে পেরে তারা ১২ পিস স্বর্ণের বার জব্দ করেন। জব্দ হওয়া স্বর্ণের ওজন প্রায় এক কেজি ৪শ গ্রাম হবে বলেন তিনি। তিনি আরও বলেন, এই দিন সকালে দুবাই ফ্লাইট, সিলেট-লন্ডন কানেক্টিং ফ্লাইটসহ তিনটি ফ্লাইট ছিল। সিকিউরিটি জোন পার হতে পারবে না ভেবে, চোরাচালানে যুক্ত যাত্রী স্বর্ণের বারগুলো বাথরুমে ফেলে রেখেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, স্বর্ণের বারগুলো প্রথমে জব্দের পর প্রদর্শন না করে কাস্টমস কার্যালয়ে নিয়ে গোপনে রাখা হয়। পরে গোয়েন্দারা এক কেজি পরিমাণ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। অবশ্য বাকিদের জেরার মুখে স্বীকার করেন জব্দের পরিমাণ এক কেজি ৪শ গ্রাম। বিকেলে স্বর্ণ জব্দ করা হয়েছে মর্মে প্রদর্শন করা হয়।

Bootstrap Image Preview