Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তেঁতুলিয়ায় ১৪ জন চিকিৎসকের যোগদান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯, ১০:৪৭ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯, ১০:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ১৪ জন চিকিৎসক যোগদান করেছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে তাদের ফুল দিয়ে স্বাগত জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮ জন চিকিৎসকের বিপরীতে কাজ করছেন মাত্র দুইজন। চারজন চিকিৎসক কিছুদিন পূর্বে ছিল। কয়েকদিন আগে দুইজনকে পঞ্চগড় সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই হাসপাতালে নার্সসহ অন্যান্য স্টাফের সংকটও রয়েছে। ১৪ জন চিকিৎসক যোগদানের খবরে তেঁতুলিয়াবাসী ভীষণ খুশি। 

এ দিকে, হাসপাতালে ভাইরাসের পাশাপাশি ডায়রিয়া রোগীর সংখ্যাও দিন দিন বাড়ছে। উত্তরের এ উপজেলায় শীতে শিশু থেকে শুরু করে প্রাপ্ত বয়স্করাও ঠাণ্ডার প্রকোপে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। এ সকল রোগীদের শীতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই বলে জানান চিকিৎসকরা।

তেঁতুলিয়া উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ডে রোগী অনেক জমে গেছে। নিয়মিত রোগী ছাড়াও প্রতিদিন সড়ক দুর্ঘটনারও প্রচুর রোগী আস‌ে এখানে। কিন্তু এত এত রোগীর চিকিৎসা দিচ্ছেন মাত্র দুইজন চিকিৎসক। 

এ বিষয়ে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাজী আব্দুল্লাহ মারুফ দৈনিক অধিকারকে বলেন, হাসপাতালে ২৮ জন চিকিৎসক থাকার কথা থাকলেও সেখানে কাজ করছেন মাত্র দুইজন। ইতোমধ্যে এখান থেকে দুইজনকে পঞ্চগড় সদর হাসপাতালে নেওয়া হয়েছে। নার্সসহ অন্যান্য স্টাফের সংকটও এখানে চরম পর্যায়ে। তবে ১৪ জন চিকিৎসক যোগদান করায় ভালো সেবা দিতে পারব আমরা। 

Bootstrap Image Preview