Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টানা চারবারের মতো নির্বাচিত হলেন রুশনারা আলী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯, ০৩:৫২ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯, ০৩:৫২ PM

bdmorning Image Preview


রুশনারা আলী প্রথম বাংলাদেশি নারী যিনি ব্রিটিশ পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। এবারের নির্বাচনেও তিনি পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে ৪৪ হাজার ৫২ ভোট পেয়ে টানা চারবারের মতো নির্বাচিত হলেন।

২০১০ সাল থেকে বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে টানা তিনবার লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন রুশনারা আলী। এবারও তিনি জয়ী হবেন বলে আশা করা হচ্ছে। ৪৪ বছরের এ রাজনীতিকের জন্ম সিলেটের বিশ্বনাথ উপজেলার ভুরকি গ্রামে। ছোটোবেলায় মা-বাবার সঙ্গে লন্ডনে যান।

২০১০ সালের পর ২০১৫ সালের নির্বাচনে বিপুল ব্যবধানে নির্বাচিত হন রুশনারা আলী। ২০১৭ সালের নির্বাচনেও ভোট ব্যবধান বাড়ে। গত নির্বাচনে রুশনারা আলী একই নির্বাচনি এলাকা থেকে তিনি ৪২ হাজার ৯৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন।

৪৪ বছরের এ রাজনীতিকের জন্ম সিলেটের বিশ্বনাথ উপজেলার ভুরকি গ্রামে। সর্বশেষ ২০১৫ সালের নির্বাচনের পর তিনি বাংলাদেশে আসা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাণিজ্য প্রতিনিধি দলের সদস্য হয়েছিলেন।

অক্সফোর্ডে পড়াশোনা করা রুশনারা আলী ২০১০ সালে প্রথমবারের মতো পার্লামেন্ট নির্বাচিত হয়ে দেশটির ইন্টারন্যাশনাল ডেভোলপমেন্ট অ্যান্ড অ্যাডুকেশনের ‘ছায়া মন্ত্রী’র দায়িত্বও পালন করেছেন।

Bootstrap Image Preview