Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টি২০ ক্রিকেটে যুগ্ম সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে বছর শেষ করলেন বিরাট-রোহিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯, ০২:৩৬ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯, ০২:৩৬ PM

bdmorning Image Preview


বর্তমান ভারতীয় ক্রিকেটের দুই ব্যাটিং মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma) ২০১৯ সাল শেষ করলেন টি২০ ক্রিকেটের যুগ্ম সর্বোচ্চ রান সংগ্রাহক (Leading Run-Scorers In T20Is) হিসেবে। বুধবারই ছিল ভারতের খেলা এই বছরের শেষ টি২০ ম্যাচ।

বিরাট ও রোহিত দু'জনেই ঝড় তোলেন তাঁদের ব্যাটে। অসাধারণ ব্যাটিং বিক্রম দেখান তাঁরা। ভারত ম্যাচটি জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। ম্যাচটি শুরুর আগে বিরাট রোহিতের থেকে এক রান এগিয়ে ছিলেন। ম্যাচে রোহিতের ব্যাট থেকে আসে ৭১। বিরাট করেন অপরাজিত ৭০। ফলে দু'জনেরই টি২০ রান এখন ২,৬৩৩।

ভারত অধিনায়ক এই রান করেছেন ৭৫ ম্যাচে। ৭০ ইনিংসে ৫২.৬৬ গড় রেখে। এদিকে রোহিত ১০৪ ম্যাচ খেলে ৯৬ ইনিংসে ৩২.১০ গড়ে এই রান সংগ্রহ করেছেন।বিরাট কোহলি যেখানে ২৪টি অর্ধশতরান করেছেন, সেখানে রোহিত শর্মা করেছেন ১৯টি।

তালিকায় তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল। তাঁর সংগ্রহ ২,৪৩৬ রান। শোয়েব মালিক (২,২৬৩ রান) ও ব্র্যান্ডন ম্যাককুলাম (২,১৪০) এরপরই রয়েছেন তালিকায়।

তিন নম্বর টি২০-তে রোহিত (৭১), কেএল রাহুল (৯১) ও বিরাট (অপরাজিত ৭০) দুর্দান্ত ব্যাট করায় ভারত ২৪০/৩ রান তোলে ২০ ওভারে। এই ম্যাচে ৪০০টি আন্তর্জাতিক ছক্কা মারার নজিরও গড়েন রোহিত শর্মা। কোনও ভারতীয় এই কৃতিত্ব দেখাতে পারেননি এর আগে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৭৩/৮ তোলে। ভারত ম্যাচ জিতে নেয় ৬৭ রানে।

এরপর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ভারতের। সিরিজ শুরু হচ্ছে রবিবার চেন্নাইতে। আগামী বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কার সঙ্গে টি২০ সিরিজে খেলবেন বিরাট কোহলিরা। 

Bootstrap Image Preview