Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরলেন বরিস জনসন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯, ০২:২৫ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯, ০২:২৫ PM

bdmorning Image Preview


সরকার গঠনের জন্যে প্রয়োজনীয় ৩২৬টি আসনের চেয়ে বরিস জনসনের নেতৃত্বে কনসারভেটিভরা সর্বশেষ ৩৬৩ আসনে বিজয়ী হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা পাবার পর বরিস জনসন বলেন, আগামী মাসে ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের করে আনার ম্যান্ডেট দিয়েছে এই জয়। ১৯৮৭ সালে মার্গারেট থ্যাচারে নেতৃত্বে নির্বাচনের পর থেকে এটাই হচ্ছে কনসারভেটিভদের সবচেয়ে বড় জয়। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে লেবার পার্টি নির্বাচনে এতোটা খারাপ ফলাফল কখনো করেনি।

এখন পর্যন্ত ঘোষিত নির্বাচনের ৬৪৮ আসনের মধ্যে বরিস জনসনের নেতৃত্বে কনসারভেটিভ পার্টি পেয়েছে ৩৬৩ আসন এবং জেরেমি করবিনের নেতৃত্বে লেবার পার্টি পেয়েছে ২০৩ আসন। স্কটিশ ন্যাশনাল পার্টি পেয়েছে ৪৮ আসন, লিবারেল ডেমোক্র্যাটস পেয়েছে ১১ আসন, ড্রেমোক্রেটিক ইউনিওনিস্ট পার্টি ৮ এবং অন্যান্য দল পেয়েছে ১৫ আসন।

একক সংখ্যা গরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ৩২৬টি আসন। কনসারভেটিভ পার্টি বিগত বারের চেয়ে ৪৭টি আসন বেশি পেয়েছেন। এবং লেবার পার্টি হারিয়েছে ৫৯ টি আসন। স্কটিশ ন্যাশনাল পার্টি ১৩টি আসন পেয়েছে।

ইতিমধ্যে আগামী নির্বাচনে দলের নেতৃত্ব না দেয়ার ঘোষণা দিয়েছেন বিরোধীদল লেবার পার্টির নেতা জেরেমি করবিন। লেবার পার্টি উত্তর মিডল্যান্ড এবং ওয়েলসে তাদের আসন হারিয়েছে।

এবারের যুক্তরাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৯ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। যাদের ৭ জনই নারী। বিরোধী লেবার পার্টি থেকে লড়েছেন ৭ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী।

এ নির্বাচনে তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রূপা হক, রুশনারা আলী ও আফসানা বেগম। 

Bootstrap Image Preview