Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একই ছবিতে গাইবেন আশা ভোঁসলে-রুনা লায়লা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯, ০১:১৪ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯, ০১:১৪ PM

bdmorning Image Preview


সম্প্রতি কণ্ঠশিল্পী রুনা লায়লা ‘একটি সিনেমার গল্প’ সিনেমার ‘গল্প কথার ওই কল্পলোকে জানি’ গানটিতে সুর করার জন্য শ্রেষ্ঠ সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে।

তবে এই পুরস্কারপ্রাপ্তির আগেই সুরকার হিসেবে রুনা লায়লাকে সম্মান জানিয়ে গান গেয়েছেন ভারতের সংগীতশিল্পী আশা ভোঁসলে। গত অক্টোবরে মুম্বাইতে আশা ভোঁসলের কণ্ঠে রেকর্ড হয় রুনা লায়লার সুর করা গান ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’। গানটি লিখেছেন কবির বকুল। রুনা লায়লার সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন রাজা কাশেফ। গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন নাজিয়া হক অর্ষা। সিটি ব্যাংকের প্রযোজনায় আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর রেডিসন ওয়াটার ব্লুতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ইউটিউবে আশা ভোঁসলের গানটি প্রকাশ হবে। এ গানটি থাকছে রুনা লায়লা ফিচারিং ‘লিজেন্ডস ফর এভার’ অ্যালবামে। এছাড়া এই অ্যালবামে হরিহরণ, আদনান সামি, রাহাত ফতেহ আলী খানসহ রুনা লায়লার গাওয়া গানও রয়েছে। আদনান সামির সঙ্গে একটি দ্বৈত গানেও কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা। রুনা লায়লা জানান, একে একে ১৯ ডিসেম্বরের মধ্যেই সবগুলো গান প্রকাশিত হবে। এদিকে এরই মধ্যে রুনা লায়লাকে একজন সুরকার হিসেবে অভিনন্দন জানিয়ে অডিও বার্তা পাঠিয়েছেন লতা মঙ্গেশকর। নিজের সুরে উপমহাদেশের বিখ্যাত সংগীতশিল্পীদের গান গাওয়া প্রসঙ্গে রুনা লায়লা বলেন, গানে গানে দেখতে দেখতে ৫০-এরও বেশি বর্ষ কাটিয়ে দিলাম। আল্লাহর অশেষ রহমতে এবং সবার দোয়ায় এখনো বেশ ভালো আছি সুস্থ আছি এবং গান গাইতে পারছি। সুরকার হিসেবে আমার এতটা সফল যাত্রা হবে ভাবিনি কখনো। সুরকার হিসেবে অভিষেক হয়েই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তি এবং পরবর্তী সময়ে শ্রদ্ধেয় আশা জিসহ আরো যারা আমার সুরে গান গেয়েছেন, এটা সত্যিই একটা অন্যরকম ভালোলাগা কাজ করছে নিজের ভেতর। যাদের উদ্যোগে বিখ্যাত শিল্পীদের আমার সুরে গান গাওয়া হলো তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

Bootstrap Image Preview