Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রুশোর পরামর্শকে কাজে লাগিয়ে সফল গুরবাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯, ০১:০৬ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯, ০১:০৬ PM

bdmorning Image Preview


বাংলাদেশের কন্ডিশন তেমন চেনা জানা নেই এবারই প্রথম বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এসেছেন রহমানউল্লাহ গুরবাজ। তবে আফগানিস্তান 'এ' দল এবং সেপ্টেম্বরে এখানে খেলে গিয়েছেন। কিন্তু বাংলাদেশে এলেও এখানের উইকেট সম্পের্ক তার ধারণা খুবই সামান্য।

সামান্য ধারণা থাকা সত্ত্বেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নিজের বিপিএল  অভিষেক ম্যাচে ১৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন এই আফগান। সেই সঙ্গে রাইলি রুশোর সঙ্গে গড়েন ৭০ রানের জুটি। যেখানে গুরবাজের ব্যাট থেকে আসে ৫০।

রুশো বাংলাদেশে এর আগেও এসেছেন। বিপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। গুরবাজের এমন ইনিংস খেলার পেছনে রুশোর এই অভিজ্ঞতা বড় ভূমিকা পালন করেছে বলে জানান তিনি।

শুরুর দিকে দেখে শুনে খেললেও পরবর্তীতে হাত খুলেন গুরবাজ। তার ৫০ এবং রুশোর ৬৪ রানের অপরাজিত ইনিংসের ওপর ভর করে ৮ উইকেটের দাপুটে জয় পায় খুলনা। আর সংবাদ সম্মেলনে রুশোর পরামর্শের কথা স্বীকার করেন তিনি।

গুরবাজ বলেন, `রুশো খুব ভালো ব্যাটিং করেছে। আমাকে ভালো সঙ্গ দিয়েছে। উইকেটে থাকা অবস্থায় সে আমাকে বলেছিল উইকেটে টিকে থাকলে রান আসবে। তুমি মেরে খেলতে পারবা বলে। ওর কথায় আমার আত্মবিশ্বাস বেড়েছে। ওর সঙ্গ উপভোগ করেছি। সেও ভালো খেলেছে অনেক।'

বিপিএলে প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নেয়া খুলনার দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ রাজশাহী। ঢাকার প্রথম পর্বে আর খেলা নেই তাঁদের। ১৭ ডিসেম্বর চট্টগ্রামে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে মুশফিকবাহিনী।

Bootstrap Image Preview