Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে যারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯, ০২:২০ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯, ০২:২০ PM

bdmorning Image Preview


বুধবার রাতে শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমের গ্রুপপর্বের ম্যাচ। এদিন রাতেই নিশ্চিত হয়ে যায় নকআউটপর্ব। নকআউট নিশ্চিত করেছে ১৬টি দল।

নকআউটের দলগুলো-বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি), আরবি লিপজিগ, ভ্যালেন্সিয়া, আটলান্টা, অ্যাটলেটিকো মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড, চেলসি, লিঁও, নাপলি, রিয়াল মাদ্রিদ ও টটেনহ্যাম হটস্পার।

আগামী সোমবার হবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র। সেখানেই নির্ধারিত হবে কে কার বিরুদ্ধে খেলবে।

রিয়াল, বরুসিয়া, চেলসি ও টটেনহ্যামের মতো দলগুলো রানারআপ হিসেবে গ্রুপপর্ব শেষ করেছে। তাদের ড্র হবে বার্সেলোনা, বায়ার্ন, জুভেন্টাস, ম্যানসিটি ও পিএসজির মতো দলের বিরুদ্ধে।

শেষ ষোলোর প্রথম লেগের খেলা হবে ফেব্রুয়ারির ১৮, ১৯, ২৫ ও ২৬ তারিখে। দ্বিতীয় লেগ মার্চের ১০, ১১, ১৭ ও ১৮ তারিখ।

গ্রুপপর্বে চ্যাম্পিয়ন হিসেবে শেষ করেছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, পিএসজি, আরবি লিপজিগ ও ভ্যালেন্সিয়া।

গ্রুপপর্বে রানারআপ হয় আটলান্টা, অ্যাটলেটিকো মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড, চেলসি, লিঁও, নাপলি, রিয়াল মাদ্রিদ ও টটেনহ্যাম হটস্পারশেষ ষোলোর ড্র কেমন হতে পারে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানারআপদের মিলিয়ে তার একটা সম্ভাব্য চিত্র বের করেছে ইএসপিএন এফসি। দেখে নেয়া যাক সেই চিত্র-

চেলসি, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, পিএসজি ও লিপজিগ।লিভারপুল, আটলান্টা, অ্যাটলেটিকো মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড, লিঁও, রিয়াল মাদ্রিদ।ম্যানচেস্টার সিটি, অ্যাটলেটিকো মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড, লিঁও, নাপলি, রিয়াল মাদ্রিদ।টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, জুভেন্টাস, পিএসজি, লিপজিগ, ভ্যালেন্সিয়া।বার্সেলোনা, আটলান্টা, চেলসি, লিঁও, নাপলি, টটেনহ্যাম।

রিয়াল মাদ্রিদ, বায়ার্ন, জুভেন্টাস, লিভারপুল, মানসিটি, লিপজিগ।অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার্ন, লিভারপুল, ম্যানসিটি, লিডজিগ, পিএসজি।বায়ার্ন, আটলান্টা, অ্যাটলেটিকো, চেলসি, লিঁও, নাপলি, রিয়াল মাদ্রিদ।বরুসিয়া ডর্টমুন্ড, জুভেন্টাস, লিভারপুল, ম্যানসিটি, পিএসজি, ভ্যালেন্সিয়া।জুভেন্টাস, বরুসিয়া ডর্টমুন্ড, চেলসি, লিঁও, রিয়াল মাদ্রিদ, টটেনহ্যাম।

পিএসজি, আটলান্টা, অ্যাটলেটিকো মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড, চেলসি, নাপলি, টটেনহ্যাম।

Bootstrap Image Preview