Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জাতীয় দলে খেলার সময় যে চিন্তায়  থাকেন ইমরুল কায়েস 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯, ০৮:২১ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯, ০৮:২১ PM

bdmorning Image Preview


ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে দারুণ  ছন্দে থাকেন ইমরুল কায়েস। কিন্তু জাতীয় দলের হয়ে সেই ছন্দ ধরে রাখতে পারেন না এই বাঁ-হাতি ব্যাটসম্যান।  

গতমাসে ইন্ডিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে রানের ফুলকি ছড়াতে পারেননি ইমরুল। ছন্নছাড়া ব্যাটিং করে ডুবিয়েছেন দলকে। কিন্তু কেন এমন হয়? জাতীয় দলের হয়ে খেলতে নামলে কোথায় যেন হারিয়ে যান তিনি।

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে সিলেট থান্ডার্সের বিপক্ষে ব্যাট হাতে ৬১ রানের এক ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। তাঁর এই ব্যাটিং নৈপুণ্যে ৫ উইকেটের বিরাট জয় পেয়েছে চট্টগ্রাম। 

এমন ব্যাটিং করার পর গণমাধ্যমের মুখোমুখি হন ইমরুল। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয় জাতীয় দলের পারফম্যান্স নিয়ে বলেন , না না আমি আমার ক্রিকেট লাইফ নিয়ে কখনোই আপসেট নই। এখন অনেক বেটার, জাতীয় দলে যখনই সুযোগ পাই খেলতে পারলে লাকি মনে করি। আপসেট না আমার ক্যারিয়ারটা আরও ধারাবাহিক হতে পারতো হয়নি এটা নিয়ে আফসোস করে লাভ নাই। সামনে যে ক বছর খেলবো চেষ্টা থাকবে ভালো ক্রিকেট খেলার 

আর জাতীয় দলের চাপ প্রসঙ্গে তিনি আরও বলেন,সারা বছর আমরা একতা বা দুটি  টি-টোয়েন্টি সিরিজ খেলি। টেস্ট কিংবা ওয়ানডের পর দেখা যায় আমরা টি-টোয়েন্টি খেলি। দেখা যাচ্ছে দুটো-তিনটা ম্যাচ খেলে আমি টি-টোয়েন্টি খেলছি। জাতীয় দলে হয় কি একতা ম্যাচ রান না পেলে পরের ম্যাচ গুলোর জন্য চাপ হয়ে যায়। এখানে আমি জানি আমি ভালো খেলি খারাপ খেলি সবগুলো ম্যাচ খেলবো। এ স্বাধীনতা যখন আপনার কাছে থাকবে তখন আপনার মধ্যে একটা পরিবর্তন আসবে।

মানুষ ফেমাস না হলেতো সমালোচনা হয়না, ভালো হোক খারাপ হোক সমালোচনা হয়। জিনিসটা কি দেখেন ভাই ভারত সিরিজে আমি খারাপ করছি যেটা আমি নিজেও আপসেট কারণ আমাদের টেস্ট ম্যাচের প্রস্তুতিটা আরও ভালো হওয়া দরকার একজন খেলোয়াড় হিসেবে বলছি।  দুই-তিন সপ্তাহ ধরে একটা প্রস্তুতি নিয়ে তবেই বিশ্বমানের একটা দলের সাথে খেলতে হবে, তিন-চারদিনের প্রস্তুতি আর জাতীয় লিগের বোলারদের ফেস করে টেস্ট খেলা অনেক কঠিন। আমার জন্য না বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানদের জন্যও কঠিন। এ জায়গাগুলোতে আমাদের জন্য উন্নতি জরুরী, বোলার হিসেবে কাকে বল করবো কাকে খেলবো এসব এখান থেকে প্রস্তুত হয়ে গেলে সবার জন্যই ভালো, বলেন ইমরুল। 

Bootstrap Image Preview