Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পগবা মুক্ত!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯, ০৩:১৫ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯, ০৩:১৫ PM

bdmorning Image Preview


পল পগবা ইস্যুতে এতোদিন না না বলে আসলেও এবার হ্যাঁ বলছে ম্যানচেস্টার ইউনাইটেড ফরাসি মিডফিল্ডারকে ক্লাব ছাড়তে দিতে প্রস্তুত তারা পগবার বিকল্প হিসেবে দুজনকে ঠিকও করে ফেলেছে রেড ডেভিলরা

ব্রিটিশ দৈনিক ‘দ্য ডেইলি মেইল’ বলছে, পগবা ক্লাব ছাড়ার অনুমতি দিতে প্রস্তুত ম্যানইউ। অর্থাৎ পগবা ওল্ড ট্রাফোর্ড ছাড়ার ব্যাপারে মুক্ত হচ্ছেন। তার জায়গায় বিকল্প হিসেবে ঠিক করা হয়েছে নেদারল্যান্ডসের তরুণ ডনি ভ্যান ডি বিক ও অ্যাটলেটিকো মাদ্রিদের স্প্যানিশ তারকা সাউলকে। বেশ কিছুদিন ধরেই ম্যানইউ ছাড়ার কথা প্রকাশ্যে বলে আসছেন পগবা। তাকে নজরে রেখেছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও তার পুরনো ক্লাব জুভেন্টাস। কয়েকদিন আগে ফরাসি দৈনিক লে’পিক খবর দেয়, ইউরোর আগেই রিয়াল মাদ্রিদে যোগ দেবেন পাগবা।

গত গ্রীষ্মের দলবদলের বাজারে ব্যর্থ হলেও আশা ছাড়েননি পগবা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যানইউ’র জন্য বিপদও বাড়ছে। ওল্ড ট্রাফোর্ডে দ্রুতই চুক্তির আয়ু শেষ হয়ে আসছে জুভেন্টাসের সাবেক তারকার। দলবদল ইস্যুতে পগবার চুক্তির মেয়াদকাল ফুরিয়ে আসা ম্যানইউর জন্য বিপরীত কাজ করবে।

নতুন চুক্তি না হলে সবমিলিয়ে ১২ মাস সময় আছে পগবা-ম্যানইউ’র হাতে। লে’কিপে বলছে, ইউনাইটেড ২০২০ সালেই পগবাকে বিক্রি করার জন্য আরও বেশি তাড়াহুড়ো করবে বলে আশা করা যেতে পারে। তাকে ২০২১ সালে ফ্রি-ট্রান্সফারে ছেড়ে দেয়া এড়াতে এটা করবে দলটি। নয়ত রেড ডেভিলদের বর্তমান প্রত্যাশিত মূল্য ১৫০ মিলিয়ন ইউরোর চেয়ে কম দামে আলোচনা করতে বাধ্য হতে হবে।

ফরাসি পত্রিকাটির দাবি, সবদিক বিবেচনায় পগবার ইস্যুটা ২০২০ ইউরোর আগেই সম্পন্ন হতে পারে। ওই টুর্নামেন্টে তার পারফরম্যান্স এবং নতুনভাবে কোনো ইনজুরি হলে অনেক হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে।

Bootstrap Image Preview