Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, সেপ্টেম্বার ২০২৫ | ১ আশ্বিন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লাইভে নারী সাংবাদিকের আপত্তিকর স্থানে হাত মন্ত্রীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯, ১২:২০ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯, ১২:২০ PM

bdmorning Image Preview


লাইভে নারী সংবাদিকের শরীরে আপত্তিকরভাবে হাত দিয়ে সারা জীবনের জন্য নিষেধাজ্ঞার মুখে পড়তে হলো যুক্তরাষ্ট্রের জর্জিয়ার যুব উন্নয়নমন্ত্রীকে। লাইভের সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। সম্প্রতি জর্জিয়ায় সাভানা স্পোর্টস কাউন্সিল পাঁচ কিলোমিটার দৌড়ের আয়োজন করে।

সেই দৌড় প্রতিযোগিতার লাইভ টেলিকাস্ট করছিলেন ডব্লুএসএভি-টিভির সাংবাদিক অ্যালেক্স বোজারজিআন। তখন ক্যামেরায় ধরা পড়ে তার শরীরে হাত দেয়ার ঘটনা। পরে সেটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, রাস্তা দিয়ে কয়েকশ’ প্রতিযোগী ছুটছেন। কেউ কেউ ক্যামেরার সামনে মুখ বাড়িয়ে, হাত নেড়ে যাচ্ছেন। তারই মাঝে এক ব্যক্তি নারী সাংবাদিকের গা ঘেঁষে যান। পরিষ্কার দেখা না গেলেও বোঝা যায় কোথাও নিশ্চয়ই আঘাত লেগেছে। হতভম্ব হয়ে যান অ্যালেক্স।

সেই মুহূর্তে বিষয়টি পরিষ্কার বোঝা না গেলেও পরে জানা যায়, ওই ব্যক্তি অ্যালেক্সের শরীরের পেছনের অংশে আঘাত করে যান। পরে জানা যায়, নারী সংবাদিক অ্যালেক্সকে আপত্তিকরভাবে আঘাত করায় অভিযুক্ত ওই ব্যক্তি জর্জিয়ার যুব উন্নয়নমন্ত্রী, নাম টমি ক্যালাওয়ে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত টমির পরিচয় জানা যায়। অলেক্স নিজের টুইটার হ্যান্ডলে, গোটা ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। বিষয়টি যে তিনি মোটেই ভালোভাবে নেননি, তা পরিষ্কার উল্লেখ করেছেন।

গত রোববার ওই দৌড় প্রতিযোগিতার আয়োজকরা জানিয়ে দেন, তাদের আয়োজন করা আর কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না টমি। টমির ওপর এ নিষেধাজ্ঞা আজীবন বজায় থাকবে। মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, অ্যালেক্স পুলিশকে বিষয়টি নিয়ে তদন্তের অনুরোধ করেছে। পুলিশও গোটা বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

Bootstrap Image Preview